“এ যেন বাংলাদেশ!” লক্ষ্মীপুজোর আগে মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ BJP

কলকাতা: মুর্শিদাবাদের পর মেদিনীপুর, হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে ফের ক্ষুব্ধ বিজেপি (BJP)। মুর্শিদাবাদের দুর্গাপুজোর প্যান্ডেলে নামাজের সময়সূচী টাঙানো নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছিল বিজেপি।…

কলকাতা: মুর্শিদাবাদের পর মেদিনীপুর, হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে ফের ক্ষুব্ধ বিজেপি (BJP)। মুর্শিদাবাদের দুর্গাপুজোর প্যান্ডেলে নামাজের সময়সূচী টাঙানো নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছিল বিজেপি। এবার লক্ষ্মীপুজোর আগে লক্ষ্মী এবং কালী মূর্তি ভাঙচুর (Idol Vandalise)-এর ঘটনায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে শাসকদলকে তুলোধোনা করল বিজেপি।

Advertisements

https://x.com/BJP4Bengal/status/1974411673005068681

   

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি হাই রোডের কাছে গণপতি নগরে ভাঙচুর করা লক্ষ্মী-কালী প্রতিমার ভিডিও শেয়ার করে ক্ষোভে ফেটে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। শাসকদলের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে এক্সের পোস্টে লেখা হয়েছে, “তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে না সরালে পশ্চিমবঙ্গের প্রতি পাড়ায় এই ধরণের ঘটনা দেখা যাবে”।

পোস্টটিতে আরও লেখা হয়, “যেভাবে মূর্তির হাত-মাথা ভাঙা হয়েছে, এই ধরণের দৃশ্য বাংলাদেশে দেখা যায়”। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “৩ অক্টোবরের রাতে লক্ষ্মী-কালী মিলিয়ে প্রায় ৫০ টি প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জেহাদিদের দ্বারা এইরকম মুর্তি ভাংচুরের (Idol Vandalise) ঘটনা রাজ্যবাসী দেখেছেন।”

https://x.com/SuvenduWB/status/1974320931280474410

তিনি আরও লেখেন, “আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার ৩০ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বন্ধ করে রয়েছে, কারণ ভোট বড়ো বালাই।” দোষীদের খুঁজে বের করে অবলিম্বে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন শুভেন্দু। এখনও পর্যন্ত ঘটনায় শাসকদলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।