আদালতের নির্দেশেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন করতে হবে (central force) কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আদালত যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল, তার অর্ধেকই এসে পৌঁছায়নি।
উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছয়নি।
কেন্দ্রের তরফে বলা হয়েছিল, বাড়তি বাহিনী পাঠানো সম্ভব নয়।পরে আদালতের নির্দেশেই কেন্দ্র বাহিনী পাঠাতে রাজি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, বকেয়া ওই ৪৮৫ কোম্পানি ভোটের আগেই পাঠিয়ে দেওয়া হবে।
কিন্তু ভোটের দুদিন আগে বাহিনী রাজ্যে এসে পৌঁছায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এসসি বুদাকোডিকেও।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার রাজ্যে এসে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী। ৪৮৫ কোম্পানি আসতে কিছুটা সময় লাগবে। মাত্র এক রাতে বিশাল সংখ্যক বাহিনী আদৌ জেলায় মোতায়েন সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
উল্লেখ্য, বাহিনী কখন, কোথায় এসে পৌঁছাবে তার সাথে, রাজ্য পুলিশের বিন্যাস কীভাবে হবে, সেটাও এত কম সময়ে কীভাবে ঠিক করা হবে? ভোটের দুদিন আগেও বাহিনী নিয়ে সংশয় রয়েছে।