BJP-শাসিত রাজ্যে নেই শূন্যপদ, নিয়োগ: WB SSC পরীক্ষায় বসলেন ভিনরাজ্যের বহু পরীক্ষার্থী

কলকাতা: কোনও রাজ্যে শেষবার স্কুল শিক্ষায় নিয়োগ প্রক্রিয়া হয়েছে ২০২১ সালে। কোথাও বিগত পাঁচ বছরে প্রকাশিত হয়নি শূন্যপদ। রবিবার সকালে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা পরীক্ষায় বসলেন…

কলকাতা: কোনও রাজ্যে শেষবার স্কুল শিক্ষায় নিয়োগ প্রক্রিয়া হয়েছে ২০২১ সালে। কোথাও বিগত পাঁচ বছরে প্রকাশিত হয়নি শূন্যপদ। রবিবার সকালে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা পরীক্ষায় বসলেন ভিনরাজ্যের বহু পরীক্ষার্থী। এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অপেক্ষা করতে দেখা গেল উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে আগত পরীক্ষার্থীদের। 

বিজেপির ‘গড়’ উত্তরপ্রদেশ থেকে আসা পরীক্ষার্থী দীনেশ সিং বলেন, “আমাদের রাজ্যে কবে পরীক্ষা হবে, ভগবান জানে। ডবল ইঞ্জিন সরকার বলে স্বপ্ন তো দেখানো হয়, কিন্তু বাস্তবে তা কার্যকর হয় না।” বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা জানাচ্ছেন, নিজেদের রাজ্যে চাকরি নিয়োগের বেহাল দশার জেরে একাধিক রাজ্যের স্কুল শিক্ষকতার পরীক্ষায় বসছেন তাঁরা। এই নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, “দুধ-জল আলাদা হয়ে যাচ্ছে”। বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, “সমগ্র ভারত থেকে মানুষ বাংলায় পরীক্ষা দিতে আসছনে। কারণ বাংলায় পরীক্ষা করানো হয়।”

   

দীর্ঘ বিতর্ক, আইনি জটিলতার পর ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় বাতিল হওয়া যোগ্যদের সঙ্গে নতুন পরীক্ষার্থীর একত্রে পরীক্ষা করানো নিয়ে ঘোর বিতর্ক, সেখানে বাংলার পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভিনরাজ্য থেকে ব্যাপক সংখ্যায় পরীক্ষার্থী আসায় বাংলার পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বাংলায় শিক্ষা দুর্নীতি নিয়ে সুর চড়ানো খোদ বিজেপির গড় রাজ্যগুলি থেকেই পরীক্ষার্থী এসেছেন বাংলায়।

Advertisements

উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বিজেপির জোটরাজ্য বিহার থেকে আসা প্রার্থীরা বলছেন, তাঁদের রাজ্যে নেই শূন্যপদ। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ জানাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে আসা এক পরীক্ষার্থী। অন্যদিকে প্রায় ৯-৫ বছর ধরে বিহার এবং উত্তরপ্রদেশে শিক্ষকতায় কোনও নিয়োগ হয়নি বলে অভিযোগ জানালেন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করা এক মহিলা পরীক্ষার্থী। রাজস্থান থেকে আসা এক পরীক্ষার্থীর কথায়, নিজ-রাজ্যে পরীক্ষা কঠিন। কিন্তু পশ্চিমবঙ্গের এসএসসি সহজ বলেই এখানে পরীক্ষা দিতে আসা।