Heatwave: আকাশ শুকিয়ে গেছে! টানা ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ চলবে রাজ্যে

Heat Wave

৩৯ ৪০ ৪১ ৪২…ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন জেলায় গরম প্রতিযোগিতা চলছে। শুক্র ও শনিবার দুদিন টানা তাপপ্রবাহ (heatwave)  চলবে রাজ্যে। আপাতত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় গরম সবার উপরে। এর আসে পাশে দক্ষিণ বঙ্গের আরও কিছু জেলা। আর দক্ষিণ লাগোয়া উত্তরবঙ্গের দুই জেলা মালদা ও দক্ষিণ দিনাজপুরেও পারদ হু হু করে উঠেছে।

আবহাহাওয়া বিভাগের সতর্কতা ধরে চিকিৎসকরা বলছেন, শুকনো গরম থেকে হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন যে কেউ। বাইরে থাকলে গরমের মধ্যেই ঠান্ডা পানীয়, আইসক্রিম বা বরফ মেশানো কোনও পানীয় না খাওয়াই ভালো। সাধারণ জলই ঠিক আছে।

   

পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকছে উত্তর পশ্চিম ভারতের গরম হাওয়া। এর ফলে আগামী ৪ থেকে ৫ দিন গোটা দক্ষিণবঙ্গে এমন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 

তাপপ্রবাহের মাঝে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বছর বর্ষা হবে স্বাভাবিকের চেয়ে একটু বেশি।  বৃষ্টির সম্ভাবনা ৬৭ শতাংশ। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন