অবিরাম বৃষ্টি! সন্ধিপুজোয় পদ্মের দাম আকাশছোঁয়া

পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহ শেষে ভিজবে বঙ্গ। লাগাতার বৃষ্টিতে কার্যত ভাসছে দক্ষিণবঙ্গ। একদিকে নিম্নচাপ অন্য দিকে জলাধার থেকে…

lotus sandhi puja

পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহ শেষে ভিজবে বঙ্গ। লাগাতার বৃষ্টিতে কার্যত ভাসছে দক্ষিণবঙ্গ। একদিকে নিম্নচাপ অন্য দিকে জলাধার থেকে জল ছাড়ায় বিপর্যস্ত বাংলা। সামনের সপ্তাহে দুর্গা পুজো আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তা বেড়েছে পদ্ম (lotus) চাষিদের। একেই বৃষ্টি অন্যদিকে বন্যা দুইয়ের জোড়া ফলায় রাজ্যে ক্ষতির মুখে ফুল চাষ। যা কিনা উদ্যোগতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ধিপুজোয় (sandhi puja) পদ্মের জোগান ও দাম কতো হবে তা নিয়ে চিন্তায় পুজো উদ্যোগতারা।

Advertisements

আবহাওয়া খারাপ থাকায় এই বছর পদ্মের ফলন ভালো হয় নি। তাই যে পরিমান পদ্ম চাষ হয়েছে তা যাতে ক্ষতির সম্মুখীন না হয় তাই আগে ভাগে পদ্ম তুলে নিতে চাইছে চাষিরা। তাপমাত্রা কিছুটা কমলেও ফুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকছে। তাই তুলে ফেলা পদ্ম রাখতে হচ্ছে হিমঘরে।বাড়ছে খরচ। তাই এই বছর পদ্ম বিক্রি করে চাষের খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তায় চাষিরা।

   

এক পদ্ম চাষির কথা মতে, একটি পুকুর ভাড়া নিয়ে পদ্ম চাষ করতে খরচ হয় ২০ থেকে ৩০ হাজার টাকা তারপর কীটনাশকের খরচ। ফলন ঠিক মত নাহলে লোকসান হয় চাষিদের। তার উপর এই বছর পদ্ম রাখতে হচ্ছে হিমঘরে, ফলে দাম যে চড়বে তা বলাই চলে। সাধারণত এক একটি পদ্ম ফুলের দাম থাকে ১০ থেকে ১২ টাকা। কিন্তু এবছর ফলন কম। তাই দাম একটু বেশি থাকবে বলে মনে করছেন চাষিরা। আর উদ্যোক্তাদেরও চিন্তা, বাড়তি টাকা খরচ করলেও ঠিকমতো পদ্মের জোগান হবে তো?