Paschim Bardhaman: সালানপুরে তরুণীকে ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃত ‘ভিক্ষা দাদা’

Attempt to Rape in Durgapur

সম্পর্কে ‘ভিক্ষা দাদা’, তাকেই পুলিশ গ্রেফতার করল সালানপুরে তরুণীকে ধর্ষণ ও খুনের অভিযোগে। ধৃতের নাম লাল্টু চট্টোপাধ্যায়। ওই তরুণীর দেহ উদ্ধারের পরপুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার সালানপুরের বোলকুন্ডার বাসিন্দা যুবতী পিকনিক করতে গেছিলেন মঙ্গলবার। তার রহস্যজনক মৃত্যুর তদন্ত চলছে।

মঙ্গলবার বাড়ি থেকে বেনিনে বুধবার বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। বৃহস্পতিবার সকালে বোলকুন্ডা গ্রামের রাস্তায় ধারে ঝোপের মধ্যে মেল যুবতীর দেহ। মৃতের পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে ওই তরুণীর ‘ভিক্ষা দাদা’কে গ্রেফতার করেছে পুলিশ।

   

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, চিত্তরঞ্জন অজয় নদ সংলগ্ন সিমজুড়ি এলাকায় পিকনিকে যাওয়ার জন্য বেরিয়েছিলেন৷ রাতে বাড়ি ফেরার কথা ছিল তাঁর৷ কিন্তু তিনি বাড়ি ফেরেননি৷ এরপর বৃহস্পতিবার তাঁর নগ্ন দেহ উদ্ধার হয়৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন