তৃণমূল কর্মীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে

চাঁচল: লোকসভা নির্বাচনের আগে ফের উত্তেজনা ছড়াল মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকায়৷ তৃণমূল কর্মীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল৷ রাতের অন্ধকারে কলিগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল…

চাঁচল: লোকসভা নির্বাচনের আগে ফের উত্তেজনা ছড়াল মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকায়৷ তৃণমূল কর্মীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল৷ রাতের অন্ধকারে কলিগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের খুড়তোতো ভাই তৃণমূল কর্মী হাক্কান খানের পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে৷

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল ১ ব্লকের কলিগ্রামের নিমতলায়৷ ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায়, কলিগ্রামের খানমোড় সংলগ্ন কালীবাড়িতে মাছ চাষের জন্য একটি পুকুর লিজ নিয়েছিলেন তৃণমূল কর্মী হাক্কান খান৷

   

সেই পুকুরে মাছ চাষ করতেন তিনি৷ প্রায় দুই মাস তিনি ওই পুকুরে দেখাশোনার জন্য যেতে পারছিলেন না৷ তাঁর অভিযোগ, পুকুরে যেতে গেলেও দুষ্কৃতিরা হুমকি দিত তাঁকে৷ এরপরই তিনি জেলেদের নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে বিষের গন্ধ পান৷ বুঝতে পারেন তাঁর পুকুরের জলে কেউ বা কারা বিষ মিশিয়ে দিয়েছে৷

স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ফোন বিষয়টি হাক্কান খান জানান৷ স্থানীয় পঞ্চায়েত সদস্য বাহারাম খান এবং পেট্রোলিংয়ে থাকা চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ পুকুর থেকে সব মরা মাছ উদ্ধার করার ব্যবস্থা করে দেয় পুলিশ৷ প্রায় পাঁচ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি হাক্কান খানের।