সপ্তাহ জুড়ে ইলশে গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

Weather: শ্রাবণ মাস। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে অব্যাহত বৃষ্টি। গতকালও বৃষ্টিস্নাত হয়েছে কলকাতা সহ একাধিক জায়গা। তবে সূর্যের তাপ যেন কমতে নারাজ।

Weather: শ্রাবণ মাস। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে অব্যাহত বৃষ্টি। গতকালও বৃষ্টিস্নাত হয়েছে কলকাতা সহ একাধিক জায়গা। তবে সূর্যের তাপ যেন কমতে নারাজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও রাজ্য জুড়ে বেশ কিছু জায়গায় এই বৃষ্টি বহাল থাকবে। সঙ্গে চলবে বজ্রপাত।

Advertisements

আজও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার, পাঁচ দিন মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভবনা। যদিও এর ফলে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই।

বিজ্ঞাপন

এই গোটা সপ্তাহে ইলশে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যজুড়ে। এখনো পর্যন্ত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গে আসছে হালকা থেকে, মাঝারি বৃষ্টি। তবে অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।