ত্রাণের ত্রিপল দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ, বিতর্কে নাম জড়ালেন তৃণমূলের পুর-প্রধান

তৃণমূল আর দুর্নীতি যেন একে অপরের পরিপূরক, হ্যাঁ এমনই মত বিরোধী শিবিরের। খাদ্য থেকে শিক্ষা কিংবা চাকরি চুরি, দুর্নীতির দায়ে জেলবন্ধী ঘাসফুলের তাবড় নেতারা। এবার…

Memari Municipalty Chairman

তৃণমূল আর দুর্নীতি যেন একে অপরের পরিপূরক, হ্যাঁ এমনই মত বিরোধী শিবিরের। খাদ্য থেকে শিক্ষা কিংবা চাকরি চুরি, দুর্নীতির দায়ে জেলবন্ধী ঘাসফুলের তাবড় নেতারা। এবার ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠলো খোদ মেমারির তৃণমূল শাসিত পুরবোর্ডের পুর প্রধানের (Memari Municipalty Chairman) বিরুদ্ধে। সরকারি লোগো লাগানো সেই ত্রিপল ব্যাবহার করা হচ্ছে পুরপ্রধানের পাড়ার পুজোয়। প্যান্ডেলের বাঁশের কাঠামোর উপর পলিথিনের ত্রিপল দিয়ে ঘেরার কাজ চলছে। আর সেই কালো রঙের ত্রিপলের উপর লাগানো রয়েছে সরকারি ছাপ‌। ‘বিশ্ব বাংলা’র লোগো দিয়ে পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে। এছাড়াও লেখা রয়েছে ‘দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর’। ত্রিপল গুলির গা-এ এমনকি লেখা রয়েছে ‘নট ফর সেল’। এই পুজোটি পুর-প্রধানের পুজো হিসাবেও পরিচিত।

 

   

কয়েক দিন আগে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। সরকারের তরফে দুর্গত মানুষদের ত্রাণ বিলি করা হয়। ঘর হারানোদের ত্রিপল দেওয়া হয়। কিন্তু অনেকের ক্ষোভ রয়েছে ত্রিপল না পাওয়া নিয়ে। আর সেই ত্রাণের ত্রিপল খোদ পুরপ্রধানের পুজোর প্যান্ডেল তৈরির কাজে ব্যবহার হওয়ায় তুমুল বিতর্ক উঠেছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, এটাও এক ধরনের চুরি। সংবাদমাধ্যম ছবি তুলছে। জেলা প্রশাসনের উচিত ওই পুরপ্রধানের বিরুদ্ধে এফআইআর করা।” যদিও পুরপ্রধানের এই কাজে অখুশি মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন চট্টোপাধ্যায়। তিনি বলেন যদি এই কাজ করা হয়ে থাকে তাহলে তা অন্যায়, অনুচিত বলে দাবি করেন তিনি।

এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা শাসক আয়েশা রানি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন বিতর্কে নাম জোরানো পুরপ্রধান স্বপন বিষয়ী। তিনি বলেন, প্যান্ডেল তৈরির কাজে নয়, গত কাল মণ্ডপে প্রতিমা আসে। বৃষ্টির কারনে পুজো কমিটির এক সদস্য এই ত্রিপল দেয় প্রতিমা ডাকার কাজে ব্যাবহারের জন্য।