একবার ফেরৎ দিয়েছিল চোর! ফের অষ্টধাতুর মহিষমর্দিনী মূর্তি লোপাট, মেমারিতে চাঞ্চল্য

চুরি করে এবারও কি মহিষমর্দিনীর মূর্তি ফেরৎ দেবে চোর, নাকি পুলিশ পাবে মূর্তিচোরের নাগাল এমনই আলোচনায় সরগরম (Purba Bardhaman) পূর্ব বর্ধমানের (Memari) মেমারি। একই মন্দিরে…

Mahishmardini idol

চুরি করে এবারও কি মহিষমর্দিনীর মূর্তি ফেরৎ দেবে চোর, নাকি পুলিশ পাবে মূর্তিচোরের নাগাল এমনই আলোচনায় সরগরম (Purba Bardhaman) পূর্ব বর্ধমানের (Memari) মেমারি। একই মন্দিরে বারবার চুরি হওয়ায় স্থানীয় মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ। সোমবার সকালে জানা যায় অষ্টধাতুর মূর্তিটি ফের চুরি হয়েছে।

Bardhaman temple idol

এলাকাবাসী বলছেন, এই মন্দিরের মূর্তি দেখতে অপূর্ব। তাই এটি মূর্তিচোরেদের কাছে লোভনীয়। এর আগে যখন মহিষমর্দিনী মূর্তি চুরি হয়েছিল তখন চোর সেই মূর্তি মহিষডাঙ্গা গ্রামের কাছে একটি পুকুরের পাড়ে ফেলে রেখে গেছিল চোর। তখন ধুমধাম করে মন্দিরে সেই মূর্তি ফের নিয়ে গেছিলেন এলাকাবাসী।

Bardhaman temple

গ্রামের দেবী মহিষমর্দিনী’র মন্দিরে নিত্য পুজো হয়। এলাকাবাসী বলছেন, রবিবার পুজো শেষ করে মন্দিরে তালা দিয়ে চলে গেছিলেন পুরোহিত। সোমবার সকালে নিত্য পুজো করতে এসে তিনি দেখতে পান মন্দিরে তালা ভাঙ্গা। উধাও মহিষমর্দিনীর মূর্তি মন্দিরের পুরোহিত আশীষ চক্রবর্তী জানিয়েছেন, দ্রুত এলাকাবাসী থানায় সব জানান। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisements

Bardhaman temple

দেবী মহিষমর্দিনীর নামেই মেমারীর মহিষডাঙ্গা গ্রামের পরিচিতি। এর আগে এই অষ্টধাতুর মূর্তি ছাড়াও পিতলের গোপাল এবং সিংহাসনটি চুরি হয়েছিল। তখন একটি প্রতিকৃতি বানিয়ে পুজো করা হচ্ছিল। দিন কয়েক পর গ্রামের অদূরে পুকুরপাড়ের তাল গাছের নিচে একটি ব্যাগে ভরে রাখাা অবস্থায় অষ্টধাতুর মহিষমর্দিনী মূর্তিটি উদ্ধার হয়েছিল।