বেতন বাড়তে চলেছে সরকারি কর্মীদের। অষ্টম বেতন কমিশন চালু হলে বেতন বাড়বে ৩০ থেকে ৪০ শতাংশ। পাশাপাশি, বাড়বে পেনশনও। এমনটাই আশা করছে অ্যাম্বিট ক্যাপিটেল। এই বিষয়ে বুধবার ব্রোকারেজ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন চালু হলে ১.১২ মিলিয়ন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। এই হারে বেতন বাড়লে ব্যয়ও বাড়বে বলে মনে করছে ওই সংস্থা।
ব্রোকারেজের মতে, অষ্টম বেতন কমিশন চালু হওয়ার ফলে যাত্রিবাহী পরিবহন, ব্যাঙ্কিং সেক্টর, খাদ্য উৎপাদনের মতো শিল্পে আয় বাড়বে। তবে এই ধরনের একাধিক সেক্টরগুলির চাহিদা ঠিক কতখানি বৃদ্ধি পাবে তা নির্ভর করবে বেতনের সীমার ওপর। প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মীদের বেতন বাড়লে বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায় এককালীন ব্যয় বাড়বে। অ্যাম্বিট ক্যাপিটেলের প্রত্যাশা, ছোটো বড় সমস্ত ক্ষেত্রেই কর্মীদের ১৪ থেকে ৫৪ শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে।
ব্রোকারেজ-এর প্রতিবেদনে প্রকাশ, বেতন বৃদ্ধির ফলে ১.৩ লক্ষ কোটি টাকার নয়া আর্থিক সংস্থানের প্রয়োজন হবে। এতে সরকারেরও লাভ হবে। জিএসটি খাতে আয় বাড়বে। এছাড়াও খাদ্য সামগ্রী, গাড়ির মতো শিল্পের চাহিদা উত্তরোত্তর বাড়তে থাকবে। সেজন্য সরকারকে আগে থেকে পরিকল্পনা করে এগোতে হবে।
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। যা সংশোধন করে করা হতে পারে ৩.৬৮। হিসেব বলছে প্রতি মাসে ১৪ থেকে ১৯ হাজার টাকা মতো বাড়তি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
প্রসঙ্গত, ২০১৬ সালে গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন। সপ্তম বেতন কমিশনে প্রায় ১৪% বেতন বৃদ্ধির সম্ভাবনাকে বাস্তবায়িত করেছিল। এবার তার ১০ বছর পর ২০২৬ সালে গঠিত হবে অষ্টম বেতন কমিশন।