সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়ার দেহ মিলল রেল লাইনের ধারে

রাজ্য জুড়ে অব্যাহত রহস্যজনক ছাত্র-মৃত্যুর ঘটনা। হাওড়ার আনিস খান, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কসবার পর এবার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রের দেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুর জেলায় রেল লাইনের…

রাজ্য জুড়ে অব্যাহত রহস্যজনক ছাত্র-মৃত্যুর ঘটনা। হাওড়ার আনিস খান, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কসবার পর এবার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রের দেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুর জেলায় রেল লাইনের ধার থেকে। পূর্ণ তদন্তের দাবি পরিবারের। মৃত পড়ুয়ার নাম স্বাগত বণিক। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বাসিন্দা।

সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্র স্বাগত প্রজেক্ট জমা দেওয়ার নাম করে রবিবার বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে আর ফেরেনি।রহস্যজনক ভাবে নিখোঁজ স্বাগতর দেহ উদ্ধারের পর প্রশ্ন, তাকে কি খুন করা হয়েছে?

   

পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই স্টেশনের পাশে স্বাগতর দেহ মিলেছে।পুলিশের দাবি স্বাগত আত্মহত্যা করেছেন। তবে পরিবারের সদস্যরা ‘আত্মহত্যা’ মানতে নারাজ। তারা ইতিমধ্যে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে। মৃত স্বাগতর পরিবারের সদস্যরা জানিয়েছে, হাবড়া থেকে বেরিয়েছিল শিয়ালদার উদ্দেশ্যে। কীভাবে রুট পরিবর্তন করে বাড়ি থেকে ১১৮ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর পৌঁছে গেল সে? এই মৃত্যু আত্মহত্যা নয় বরং খুন করা হয়েছে।

রাজ্যজুড়ে একের পর এক ছাত্র মৃত্যুর ঘটনা। যাদবপুর, কসবা থেকে শুরু করে এবার হাবড়ায়। ছাত্রের রহস্য মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। খুন না আত্মহত্যা তদন্ত করছে পুলিশ। তবে এই ক্রমবর্ধমান মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত রাজ্য।