গায়েব শীত! চরছে পারদ! তবে কি এবার বিদায় নেবে শীত?

কলকাতা: ভরা মরশুমে গায়ের শীত৷ রাতের তাপমাত্রা উর্ধ্বমুখী৷ পশ্চিমী ঝঞ্ঝার ঝাপটায় চলতি সপ্তাহেও পারদ পতনের ইঙ্গিত নেই৷ হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ২ থেকে…

temperature to increase 2-3 degree

কলকাতা: ভরা মরশুমে গায়ের শীত৷ রাতের তাপমাত্রা উর্ধ্বমুখী৷ পশ্চিমী ঝঞ্ঝার ঝাপটায় চলতি সপ্তাহেও পারদ পতনের ইঙ্গিত নেই৷ হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে৷ তবে জেলায় জেলায় সকাল থেকেই ঘন কুয়াশার দাপট থাকবে। এরই মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ (temperature to increase 2-3 degree)

দক্ষিণে কুয়াশা temperature to increase 2-3 degree

দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ শুষ্কই থাকবে। শীতের আমেজ অনুভূত হলেও, কনকনে ঠান্ডা থাকবে না৷ নতুন করে শীত পড়বে কিনা, তা নিয়েও কোনও নিশ্চয়তা দিতে পারেনি আলিপুর হাওয়া অফিস৷ বরং শনিবার ও রবিবার রাতের তাপমাত্রা বাড়বে বলেই ইঙ্গিত৷ তবে পূর্বাভাস মিলিয়েই বৃহস্পতিবার সকালে প্রায় প্রতিটি জেলায় ঘন কুয়াশা দেখা গিয়েছে৷ কুয়াশায় ঢাকা পড়েছে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আকাশ। 

   

উত্তরে কুয়াশার সঙ্গে বৃষ্টি temperature to increase 2-3 degree

উত্তরবঙ্গেও প্রায় একই ছবি৷ এদিন সকাল থেকেই ঘন কুয়াশা দেখা গিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়৷ শুক্রবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে৷ উত্তরের জেলাগুলিতেও শীত বাড়ার সম্ভাবনা কম৷ বাড়ছে পূবালী হাওয়ার দাপট৷ উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে৷ 

বিদায়ের পথে শীত!

আবহাওয়াবিদদের অনুমান, চলতি মরশুমে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। মাঝে তাপমাত্রা কিছুটা কমতে পারে৷ তাতে শীতের আমেজ একটু জোরালো হবে৷ ২৬ জানুয়ারি অর্থাৎ রবিবার রাত থেকে শীত সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনও ভাবেই জাঁকিয়ে শীত পড়বে না৷ সরস্বতী পুজোর পর থেকে কার্যত লোটা-কম্বল গুটিয়ে বিদায়ের পথ ধরবে শীত। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে৷ 

West Bengal: Despite winter, night temperatures rise due to western disturbances. No significant drop in mercury levels expected this week. Dense fog and rain forecast for North Bengal over the weekend. Stay updated with the latest weather news.