কিছুটা স্বস্তি, ফের ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, দেখে নিন আপনার জেলার আপডেট

​গরমের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির (Weather Update) আগমন স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি…

Thunderstorms and Rain to Lash West Bengal Until Tuesday, Says Weather Office

গরমের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির (Weather Update) আগমন স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Weather Update) সম্ভাবনা রয়েছে। এছাড়া, ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা গরমের থেকে সাময়িক মুক্তি দেবে।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, এবং শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ(Weather Update) -সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কতা এবং তাপপ্রবাহের (Weather Update) সতর্কবার্তা জারি করা হয়েছে।

   

বিকাল বা সন্ধ্যার দিকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি (Weather Update)  হতে পারে। সোমবার ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে (Weather Update)  আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শুরু থেকেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টির কারণে তাপমাত্রার (Weather Update)  হেরফের হবে না। তবে যদি বৃষ্টি না হয়, তাহলে ফের গরম বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। রবিবার দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল এবং মঙ্গলবারও বৃষ্টি হবে। বুধবার থেকে বর্ষণ বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভালো রকম বর্ষণ হবে বলে জানানো হয়েছে। আগামী বুধ এবং বৃহস্পতিবার নদিয়া এবং দুই ২৪ পরগণায় ভারী বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisements

শহর কলকাতার আকাশে (Weather Update)  মেঘের আনাগোনা বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ৩-৪ দিন বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের কথা বলা হলে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গে আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে তাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Weather Update)  হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে ভূমিধস থেকে শুরু করে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুর্যোগের একটা সম্ভাবনা কিন্তু থাকছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি একদম ভিন্ন। এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক প্রান্তে ভারী বৃষ্টিপাত(Weather Update) হয়ে চলেছে। এমনকি, এহেন পরিস্থিতিতে বন্যার পাশাপাশি ধসের সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে।

আগামীকালের আবহাওয়া (Weather Update) অনুযায়ী, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সাময়িক বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে তা গুমোট ভাব কাটাতে সক্ষম হবে না। এক্ষেত্রে কয়েকদিনের মধ্যে বর্ষা এসে পৌঁছালে তবেই তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলে আশা হাওয়া অফিসের। এক্ষেত্রে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত মাঝে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব যে ক্রমশ কমতে চলেছে, সে বিষয়ে মত প্রকাশ করেছে আবহাওয়াবিদরা।