কলকাতা: ভরা মাঘেই পড়ছে ইতি৷ লোটা কম্বল গুটিয়ে এবার ফেরার পথে শীত৷ নতুন করে জাঁকিয়ে শীত পরার কোনও সম্ভাবনাই আপাতত দেখছেন না আবহবিদেরা৷ উল্টে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের৷ (temperature rise in west bengal)
দক্ষিণবঙ্গে ফিকে শীত temperature rise in west bengal
জানুয়ারির শেষ লগ্নে গোটা দক্ষিণবঙ্গেই ফিকে শীতের আমেজ। সরস্বতী পুজোর আগেই শীতের বিদায় ঘণ্টা বাজবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷ তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই৷ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্কই থাকবে দক্ষিণের আবহাওয়া৷ হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে৷ দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো।
সক্রিয় দুটি পশ্চিমী ঝঞ্ঝা temperature rise in west bengal
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। আজ, ২৯ জানুয়ারি থেকেই পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে একটি ঝঞ্ঝা৷ দ্বিতীয় ঝঞ্ঝাটি সক্রিয় হবে ফেব্রুয়ারি মাস থেকে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে৷ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা কুয়াশা থাকবে৷
লাফিয়ে বাড়বে পারদ temperature rise in west bengal
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েক দিন ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে৷ তারপর তাপমাত্রা সামান্য কমতে পারে৷ তবে জাঁকিয়ে শীত আর নয়৷ লম্বা ইনিংস খেলবে না শীত৷ বরং জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের গোড়ায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে৷ গোটা রাজ্যজুড়েই তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে৷ বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও৷ দিনের তাপমাত্রা লাফিয়ে ৩০ ডিগ্রির কাছে চলে যেতে পারে৷ ফলে এবার যে গরম মারাত্মক পড়তে চলেছে তা সহজেই আন্দাজ করা যায়৷
West Bengal: Weather Update: Alipore’s forecast predicts rising temperatures in West Bengal as winter fades. Expect a significant increase in temperature, affecting regions like Kolkata, Darjeeling, and more. No rain in South Bengal till Feb 3.