কলকাতা: ফেব্রুয়ারি মাস, ভরা মাঘ, অথচ শীত ধরেছে বাড়ি ফেরার পথ৷ সরস্বতী পুজো কেটেছে একরাশ উষ্ণতা মেখে৷ জানুয়ারির শেষ লগ্ন থেকেই ফিকে শীতের আমেজ৷ আর সরস্বতী পুজোর পর তো একেবারেই যেন বেজে গিয়েছে শীতের বিদায় ঘন্টা৷ মরশুমের শেষলগ্নে পৌঁছে শীতপ্রেমীদের যখন মন ভার, তখন ফের একবার মিলল হাওয়া বদলের ইঙ্গিত৷ আবারও নামবে পারদ। কোনও কোনও জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফের আরও একবার শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী।
খামখেয়ালি শীত
চলতি মরশুমে খামখেয়ালি মনোভাব দেখিয়েছে শীত। পারদের ওঠা-নামা চলেছে বারবার। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তারপরের দু’দিনে ফের সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমার সম্ভাবনা তৈরি হয়েছে৷
বৃষ্টি হবে না
পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ তাপমাত্রা উপরের দিকেই থাকবে৷ তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দুই বঙ্গেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ৭ ফেব্রুয়ারি, শুক্রবারের পর থেকেই ফের তাপমাত্রা কমতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতন হবে। যার ফের ফিরবে হালকা শীতের আমেজ। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা নেই৷ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
