কলকাতা: কে বলবে যে ফেব্রুয়ারি মাস চলছে৷ কলকাতা তো বটেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উষ্ণতার আমেজ৷ ক্রমেই বেড়ে চলেছ তাপমাত্রা৷ তবে কি এই মরশুমে বিদায় নেওয়ার পথে শীত? শীতপ্রেমীদের মনে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন কিছুটা খুশির খবর শোনাল আলিপুর হাওয়া অফিস৷ ফের এল পারদ পতনের ইঙ্গিত৷ ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে কতটা ঠান্ডা পড়বে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে৷ এদিকে, আজ, বুধবার রাজ্যের ২ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷
আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ অর্থাৎ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কিছুটা উপরে৷ শুক্রবার থেকে ফের তাপমাত্রার পতন হবে৷ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের সম্ভবনা রয়েছে ৷ জেলায় জেলায় ফিরবে হালকা শীতের আমেজ৷ তবে মাঘের শীতে যে দাপট থাকে, তা আ পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে ৷ আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য দায়ী উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব৷ এর প্রভাবে আগামী দু’দিন রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে৷ এর ফলে কুয়াশার সম্ভাবনাও বাড়বে৷
আগামী দুইদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপরে দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ আগামী দু’দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়৷ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে কুয়াশার সতর্কতা৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে৷