কলকাতা: জানুয়ারির শেষ লগ্নে আবহাওয়ার বিরাট বদল৷ শীতকে একেবারে ফিছনে ফেলে লাফিয়ে বাড়তে শুরু করেছে পারদ৷ সরস্বতী পুজোয় ঠাণ্ডার লেশমাত্রও থাকবে না৷ শুক্রবার তাপমাত্রার বিশেষ বদল হবে না৷ তবে সকাল থেকেই কুয়াশার দাপট৷ সূর্যের দেখা নেই৷ জোলো স্যাঁতস্যাঁতে আবহাওয়া৷ আগামী পাঁচদিন আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না৷ এরই মধ্যে দুই জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা৷ (temperature increasing in West Bengal)
স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা
আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা উপরে থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝায় শীতের আমেজ একেবারেই দফারফা৷ তার উপর অসম ও হরিয়ানায় রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও পশ্চিমি ঝঞ্ঝার দাপট থাকবে৷ ফলে কোনও ভাবেই উত্তুর হাওয়া ঢোকার সুযোগ থাকবে না৷ তার উপর বইছে জোলো গরম হাওয়া। যা হাওয়া একেবারে স্যাঁতস্যাঁতে করে তুলেছে৷
বঙ্গজুড়ে এখন হালকা শীতের আমেজ৷ তবে নতুন করে শীত ফেরার ফেরার সম্ভাবনা একেবারেই নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষে সামান্য ঠান্ডা পড়তে পারে। এর বেশি আর কিছু মিলবে না৷ ফেব্রুয়ারির মাঝে একেবারেই বিদায় নেবে শীত৷ পারদ পৌঁছে যাবে ৩০ ডিগ্রির কাছাকাছি৷
১০ জেলায় কুয়াশার সতর্কতা
শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশা দেখা যাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও নদিয়া জেলায়৷ আকাশ আংশিক মেঘলা থাকবে৷ তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং-এ৷
শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মতো৷