কলকাতা: ফেব্রুয়রি শেষ! মার্চের শুরু থেকেই ফাটিয়ে গরমের ইঙ্গিত৷ রোদ ঝলমলে আকাশ৷ শুষ্ক আবহাওয়া৷ সকাল থেকেই গরমের অনুভূতি৷ ক্যালেন্ডারের হিসাবে এখন বসন্তকাল হলেও, এখন থেকেই যেন গ্রীষ্মের আঁচ৷ দিনের বেলায় রীতিমতো পাথা চালাতে হচ্ছে৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ শনিবার থেকেই পারদ চড়তে শুরু করবে। আগামী কয়েক দিনের মধ্যেই ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পাল্লা দিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা৷
আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে হালকা কুয়াশাও থাকতে পারে৷ ৭ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই৷
রোদের তাপ বেশ ভালোই টের পাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ৷ জেলার তুলনায় কলকাতায় গরমের ভাব অনেকটাই বেশি৷ বসন্তেই চৈত্রের গরম মালুন হচ্ছে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত বাতাসে আর্দ্রতা কম থাকায় প্রবল গরম সেভাবে অনুভূত হবে না৷ বসন্তের আমেজ উপভোগ করতে পারবে মানুষ। এরই মধ্যে ঢুকে পড়বে পশ্চিমী ঝঞ্ঝা৷ উত্তর-পূর্বের রাজ্য অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা এখনও সক্রিয়। যার প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। ধীরে ধারে তাপমাত্রা বাড়বে৷ সেই সঙ্গে বাড়বে ঘাম প্যাঁচপ্যাঁচে গরমের অস্বস্তি৷
তবে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে৷ সেই সঙ্গে কোথাও কোথাও তুষারপাত হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে৷ আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে৷ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্কই থাকবে।