কলকাতা: একরাশ উষ্ণতা মেখে সরস্বতী পুজো কাটিয়েছে বাঙালি৷ রাতের দিকে হালকা ঠাণ্ডা থাকলেও, দিনে ছিল বেশ গরম৷ তবে ফের আবহাওয়ায় বদল আসতে চলেছে৷ সরস্বতীর পুজো কাটতেই দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ ফেব্রুয়ারির শুরুতে ফের তাপমাত্রা কিছুটা নামতে চলেছে বলেই পূর্বাভাস৷ রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গে আবহাওয়ায় সামান্য বদল এলেও, উত্তরবঙ্গে বিশেষ হেরফের হবে না৷ সকালের দিকে কুয়াশার দাপট থাকবে৷
ফের পারদ পতন
হাওয়া অফিস জানাচ্ছে আগামী দু’দিনে ২-৩ ডিগ্রি পারদ পতন হবে৷ পরবর্তী দুই-তিন দিনে আরও ২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা আছে৷ আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে৷ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷
সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর কাছে
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৪৭ শতাংশ। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
হালকা শীতের আমেজ
সকাল ও সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। দক্ষিণবঙ্গে পারদ ওঠা-নামার খেলা চললেও, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পৌঁছেই বাংলা থেকে শীত বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের। চলতি মরশুমে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই৷ তবে বিদায় নেওয়ার আগে দক্ষিণবঙ্গে সামান্য কমবে তাপমাত্রা। ফেব্রুয়ারিতেই সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে৷