বসন্তে ফিরল শীত! নামল পারদ, এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকূটি

কলকাতা: বড়ই খামখেয়ালি আবহাওয়া৷ ভরা বসন্তে উঁকি দিল শীত৷ দিন কয়েক আগেই লাফিয়ে বাড়তে শুরু করেছিল তাপমাত্রা৷ দুম করেই ঘটল পারদ পতন। দিনের বেলায় হালকা…

short-samachar

কলকাতা: বড়ই খামখেয়ালি আবহাওয়া৷ ভরা বসন্তে উঁকি দিল শীত৷ দিন কয়েক আগেই লাফিয়ে বাড়তে শুরু করেছিল তাপমাত্রা৷ দুম করেই ঘটল পারদ পতন। দিনের বেলায় হালকা গরম অনুভূত হলেও, সূর্য অস্ত গেলেই বেশ ঠান্ডা হাওয়া গায়ে বিঁধছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দিন দুয়েক তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম রয়েছে। তবে, এই সুখ বেশি দিনের নয়, তিনদিন পরেই ফের বদলে যাবে আবহাওয়া। তীব্র গরম পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ 

   

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিন রাজ্যে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তার পরের তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহ থেকেই ঘুরবে খেলা৷ তীব্র হতে শুরু করবে গরমের অনুভূতি।

হাওয়া অফিস জানাচ্ছে, আাতত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে এই দু’দিন হালকা শীত অনুভূত হবে।

তবে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হালকা বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভিজবে দার্জিলিঙ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কাল ও পরশু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই জেলাগুলিতে৷ 

তিন দিন পর তাপমাত্রা বাড়তে শুরু করলেও, হোলি পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ মনোরমই  থাকবে। কলকাতা ও দক্ষিণের জেলাগুলিতে ভোর বেলা ও রাতের দিকে শীত শীত ভাব বজায় থাকবে৷