HomeWest BengalWeather Update: বঙ্গে শীতের আমেজে ধাক্কা দিয়ে চড়ল পারদ

Weather Update: বঙ্গে শীতের আমেজে ধাক্কা দিয়ে চড়ল পারদ

- Advertisement -

নিউজ ডেস্ক : শুক্রবার পূর্বাভাস মতোই কলকাতা সহ রাজ্যে বাড়ল তাপমাত্রার পারদ। শীতের প্রকোপ কিছুটা কমল। এদিন কলকাতায় বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে। শনিবারও আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতেও গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা কমেছে।  

আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন বঙ্গে উষ্ণতার পারদ ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তবে কলকাতা সহ জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনও ভোরের দিকে কুয়াশার প্রকোপ থাকবে। তবে বেলা বাড়লেই কুয়াশা কেটে যাবে।

   

পাশাপাশি আগামী কয়েকদিন আর জাঁকিয়ে শীতের অনুভূতি থাকবে না। এর জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হয়েছে। উত্তর ভারতে তুষারপাত ও প্রবল শীত পড়লে তার রেষ এ রাজ্যে পড়ে। উত্তুরে হাওয়া প্রবেশ করলে বাংলায় শীত বাড়ে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই উত্তুরে হাওয়া আপাতত পশ্চিমবঙ্গে ঢুকে বাধা পাচ্ছে। আর তার ফলেই বঙ্গে পারদ বাড়ছে, কমছে ঠান্ডা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular