SIR আবহে বিহারে শূন্য পেয়ে বাংলাকে টার্গেট করছে বিজেপির ‘বি-টিম’!

পাটনায় বিহার বিধানসভা নির্বাচনে (Assembly Election) বড় হারের পরও তেজপ্রতাপ যাদব নতুন উদ্যমে রাজনীতির মঞ্চে ফিরেছেন। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে হিসেবে পরিচিত তেজপ্রতাপ…

tej-pratap-yadav-to-contest-west-bengal-assembly-election-2026-jjd-strategy

পাটনায় বিহার বিধানসভা নির্বাচনে (Assembly Election) বড় হারের পরও তেজপ্রতাপ যাদব নতুন উদ্যমে রাজনীতির মঞ্চে ফিরেছেন। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে হিসেবে পরিচিত তেজপ্রতাপ বিহারে নিজের নতুন দল জনশক্তি জনতা দল (JJD) নিয়ে ভোট লড়লেও কোনো আসনে জয় পাননি। তবে শূন্য প্রাপ্তির হতাশা তাঁকে থামাতে পারেনি। এবার তিনি নতুন পরিকল্পনা হাতে নিয়ে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের নির্বাচনের কৌশল সাজাচ্ছেন।

Advertisements

SIR শেষে তারকা নেতাদের কেন্দ্রে ভোটার তালিকায় চমক

শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তেজপ্রতাপ বলেন, “আমাদের লক্ষ্য শুধু বিহার নয়, দেশের অন্যান্য রাজ্যেও আমাদের দলকে প্রতিষ্ঠিত করা। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ও ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে JJD প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করেছি। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে সদস্য সংগ্রহ ও মাঠপ্রচারের কাজ শুরু হবে।”

   

বিহারে বিফলের পরেও তেজপ্রতাপের রাজনৈতিক কৌশল নিয়েই রাজনৈতিক মহলে চলছে আলোচনা। বৈশালী আসনে নিজের প্রার্থী দেওয়া সত্ত্বেও হারের পর নীতীশ সরকারের নৈতিক সমর্থন দেওয়ায় তেজের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলো। অনেকেই মনে করছেন, বিহারের নির্বাচনে বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করেছিলেন তিনি।

এবার পশ্চিমবঙ্গ নির্বাচনে পদক্ষেপ নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন, “লালুপুত্রের আসন জয়ই মূল লক্ষ্য নয়। বরং কিছু আসনে ভোট ভাগাভাগি করে বিজেপিকে সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।” তেজপ্রতাপের নতুন দল বাংলার মাঠে প্রার্থী দেওয়ার সম্ভাব্যতা নিয়েও জল্পনা চলছে। তবে রাজনৈতিক মহল মনে করছেন, স্বল্প পরিচিত JJD বাংলায় তেমন প্রভাব ফেলতে পারবে না।

পারিবারিক দ্বন্দ্বের পর বিহারে নতুন দল গঠন করে তেজপ্রতাপ যে রাজনীতিতে আরও সক্রিয়ভাবে অংশ নিতে চাইছেন, তা স্পষ্ট। হারের হতাশা কাটিয়ে নতুন রাজনৈতিক অভিযানে নামতে যাওয়া তেজপ্রতাপের এই কৌশল কতটা ফলপ্রসূ হবে, তা ২০২৬ ও ২০২৭ সালের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে।

Advertisements