BJP: ভরাডুবি হবেই বলে আক্রমণে তথাগত, দিলীপ ঘোষকে ‘KDSA gang’ কটাক্ষ

পুরনিগম ভোটেও বিজেপি তিন নম্বরে নেমেছে চন্দননগর ও বিধাননগরে। বাকি দুটি পুরনিগমে ভোটের নিরিখে দুনম্বর ধরে রাখলেও প্রাপ্তি শূন্য। ফের বামেদের উত্থান হয়েছে। পরিস্থিতি দেখে বিজেপি নেতা তথাগত রায় হামলা শুরু করলেন।

বিধাননগর পুরনিগমে বিজেপিত্যাগী সব্যসাচী দত্ত জিতেছেন। সেই জয়কে সামনে এনে তথাগত রায় টুইটে লিখেছেন “এই সব লোকেদের নিয়ে KDSA gang ধেই ধেই করে নেচেছিল। আর ১৯৮০-র দশক থেকে পার্টি করে আসা কার্যকর্তাদের বলা হয়েছিল, আপনারা এতদিন কি ছিঁ__ন”? ঠিক এই ভাষাতেই। কি, আমি বানিয়ে বলছি ?”

   

এই গ্যাং বলতে বিধানসভা ভোটের সময় বঙ্গ বিজেপির দায়িত্বে থাকা কৈলাশ বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষকে ইঙ্গিত করেছেন তথাগতবাবু। তাঁর টুইটের পরে বঙ্গ বিজেপিতে শোরগোল পড়েছে।

বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় পৌর ভোটের প্রচারে অংশ নেন। বর্ধমান পৌরসভার বিজেপি প্রার্থীদের নিয়ে মিছিল করেন। তবে মিছিলে সেই জোশ ছিল না বলেই জেলা বিজেপি নেতারা স্বীকার করে নিয়েছেন। তথাগত বাবুর টুইটের ধাক্কায় জেলা জুড়ে ফের বিজেপি মহলে চাঞ্চল্য। রাজনৈতিক মহলের ধারণা, পৌরভোটের পর আরও তলানিতে নামতে চলেছে বিজেপি। বিরোধী দলের বদলে বামফ্রন্ট উঠে আসছে বিরোধী শক্তি নিয়ে।

পৌরভোটে বর্ধমানেও বিজেপির পক্ষে তেমন কিছু প্রাপ্তি হচ্ছে না বলে জানিয়েছেন নেতারা। এদিকে রাজ্য জুড়ে বামেদের ভোটব্যাংক বাড়ছে। রাজনৈতিক মহলে ধারণা, একসময়ের কঠিন বাম ঘাঁটি বর্ধমানে যে রক্তক্ষরণ হচ্ছে তাতে কিছুটা প্রলেপ পড়েছিল গত বিধানসভা ভোটে। বেড়েছিল বাম ভোট। পুরভোটে বর্ধমানে টিএমসি ও সিপিআইএমের মধ্যে মূল লড়াই হতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন