কয়েক ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর সন্দেশখালি (Sandeshkhali)-তে সিবিআই অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হল শুক্রবার। শুধুমাত্র সিবিআই নয়, রীতিমতো সিআরপিএফ এবং এনএসজি নামিয়ে বিপুল পরিমানে গোলাবারুদ উদ্ধার হয় ধৃত শেখ শাহজাহানের খাস তালুক সন্দেশখালি থেকে। এবার এই ঘটনা প্রসঙ্গে সরব হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।
শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, ‘পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সিগুলির তরফে উদ্ধার হওয়া অস্ত্রের ভাণ্ডার সারা দেশে ব্যানার শিরোনাম হওয়া উচিত। কারণ এটি ইসলামী বাংলাদেশের সীমানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বের একটি পথ মাত্র। দ্বিতীয়ত, এগুলি খুব যত্ন সহকারে মেঝের নীচে একটি গোপন ভল্টে লুকিয়ে রাখা হয়েছিল।’
এদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘পুলিশ ও প্রশাসন এ ধরনের অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, আর সে কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। সবকিছুকেই ষড়যন্ত্র বলে মনে করবে তৃণমূল, কারণ এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমরা এই ঘটনায় এনআইএ তদন্ত চাই।’ এদিকে তৃণমূল শান্তনু সেন বলেন, ‘কেন এনএসজি পাঠানো হয়েছিল? এটা এত বড় ঘটনাও ছিল না যে এনএসজি-র সেখানে থাকার প্রয়োজন ছিল। এটা পশ্চিমবঙ্গ সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা মাত্র।’
The cache of arms uncovered by central agencies in Sandeshkhali, West Bengal should have made banner headlines throughout the country. Because this is just a stone’s throw away from the border of Islamic Bangladesh. Secondly these were very carefully stashed away in a secret… pic.twitter.com/J1Gw5zHKpA
— Tathagata Roy (@tathagata2) April 27, 2024