বঙ্গ বিজেপি এখন উটপাখি, ফাটা ডিমে তা দিচ্ছে: তথাগত

পুরভোট শেষ হতেই নিজের দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। শুক্রবার টুইট করে বঙ্গ বিজেপিকে নিশানা করেছেন তিনি। Advertisements আরও পড়ুন: অপারেশন গঙ্গার…

Tathagata Roy

পুরভোট শেষ হতেই নিজের দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। শুক্রবার টুইট করে বঙ্গ বিজেপিকে নিশানা করেছেন তিনি।

Advertisements

আরও পড়ুন: অপারেশন গঙ্গার মধ্যেই ইউক্রেন থেকে ছাত্রদের ফেরাতে আর্জি মমতার

বিজ্ঞাপন

প্রাক্তন রাজ্যপাল টুইটে লিখেছেন, ‘বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি ! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া ! এখন হচ্ছে চিন্তন বৈঠক? সুধীন দত্তের ‘উটপাখি’ কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, “ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে?’

কলকাতা সহ রাজ্যের বাকি পুরসভার গুলিতেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। দ্বিতীয় দফার পুরভোটে একটি পুরসভা দখল করতে পারেনি। এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি কথা শোনাতে ছাড়েনি। গত বিধানসভা নির্বাচনে তিন অঙ্কের দাবি করলেও ৭৭-এ থেমে গেছে বিজেপি। রাজ্যের প্রথম বিরোধী দল হয়ে উঠল গেরুয়া শিবির। বছর ঘুরতেই ধস নামল বিজেপির অন্দরে। গত নির্বাচনে সিপিএম একটিও আসন জিততে পারেনি। এবার পুরভোটের নিরিখে বিজেপিকে পিছনে ফেলে তৃতীয় হয়ে উঠেছে সিপিএম। 

তথাগত রায় বিজেপি নেতা হয়েও একাধিকবার নিজের দলের বিরুদ্ধেই সরব হয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় বিজেপির খালি ‘বড় বড় কথা’ বলে কটাক্ষ করেছিলেন।‌ প্রায় একই ছবি ফিরে এল পুরভোট শেষ হতেই।