‘অভয়া মঞ্চ’র আহ্বানে কালীঘাট অভিযানে যোগ দিতে আসছেন তমন্না’র মা

কলকাতা: আরজি কর কাণ্ডের একবছর পার৷ কিন্তু এখনও বিচার পায়নি নির্যাতিতা৷ ‘অভয়া মঞ্চ’ এর ডাক, ‘কালীঘাট চলো’ অভিযানের জাক দেওয়া হয়েছে৷ সেই ডাকে সারা দিয়ে…

tamanna khatun mother join kalighat cholo abhijan

কলকাতা: আরজি কর কাণ্ডের একবছর পার৷ কিন্তু এখনও বিচার পায়নি নির্যাতিতা৷ ‘অভয়া মঞ্চ’ এর ডাক, ‘কালীঘাট চলো’ অভিযানের জাক দেওয়া হয়েছে৷ সেই ডাকে সারা দিয়ে নদিয়া থেকে কলকাতায় তমন্না খাতুনের মা (tamanna khatun mother join kalighat cholo abhijan)৷ 

Advertisements

গতবছর আরজি কর চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের নৃশংস ঘটনায় এখনও পর্যন্ত বিচারের অভাবে অপরাধীরা অবাধে ঘোরাফেরা করছে। সুবিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ‘অভয়া মঞ্চ’। শনিবার তারা ‘কালীঘাট চলো’ শ্লোগানকে সামনে রেখে একটি বড় জনসমাবেশের ডাক দেয়। নদিয়ার কালীগঞ্জ থেকে তমন্না খাতুনের মা সাবিনা বিবি ও তাঁর অনুরাগীরা এই প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার উদ্দেশ্যে রওনা হন।

   

পলাশি স্টেশন থেকে যাত্রা শুরু করে সাবিনা বিবি বলেন, “আমার মেয়ের হত্যাকাণ্ডে আজও অধিকাংশ দোষী ধরা পড়েনি। আরজি করের নির্যাতিতা তরুণীর মতো আমার মেয়ের জন্যও আমি ন্যায়বিচার চাই। এ কারণেই আমি ‘কালীঘাট চলো’ অভিযানে অংশ নিচ্ছি।”

তিনি আরও বলেন, “যতদিন না আমার মেয়ের মৃত্যুর সঙ্গে জড়িত ২৪ জন অভিযুক্তের প্রত্যেকেই দৃষ্টান্তমূলক শাস্তি পায়, ততদিন আমার সংগ্রাম থামবে না। আমার মতো বহু মায়ের বুকেও একই বেদনা, একই ক্ষত। এই লড়াই থামবে না, বরং আরও দৃঢ় হবে।”

উল্লেখ্য, গত ২৩ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনার সময়, তৃণমূলের বিজয় নিশ্চিত হওয়ার আগেই এক বিজয় মিছিলে বামপন্থী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ উঠেছিল। ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল নাবালিকা তমন্না খাতুন। এ ঘটনায় সাবিনা বিবি ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও অভিযুক্তদের মধ্যে গাওয়াল শেখকে গ্রেপ্তার করা হয়েছে, সাবিনা দাবী করেন অপর অভিযুক্তরা এখনও মুক্ত ঘোরাফেরা করছে।

‘অভয়া মঞ্চ’সহ নানা সামাজিক ও মানবাধিকার সংগঠন এই ‘কালীঘাট চলো’ অভিযানে অংশ নিয়ে দ্রুত বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবিতে রাস্তায় নেমেছে, যাতে অপরাধীরা কঠোর শাস্তি পায় এবং বিচারব্যবস্থা অবাধ ও স্বচ্ছ হয়।