কলকাতা: ফের আতঙ্ক ছড়াল স্বাস্থ্য ভবনে। আবারও ই-মেলে এল বিস্ফোরণের হুমকি। ওই ই-মেলে দাবি করা হয়েছে, স্বাস্থ্য ভবনের ভিতরে রাখা রয়েছে চারটি আরডিএক্স—যার বিস্ফোরণ হবে বিকেল ৫টা নাগাদ। হুমকি পেয়েই তৎপরতা শুরু করেছে পুলিশ ও বোম স্কোয়াড। গোটা ভবন ঘিরে চলছে তল্লাশি।
ই-মেলে হুমকি বার্তা
সূত্রের খবর, একটি অচেনা ই-মেল আইডি থেকে পাঠানো হয়েছে এই হুমকি বার্তা। যার বিষয়বস্তু স্পষ্ট: ‘‘বিকেল ৫টায় বিস্ফোরণ ঘটবে।’’ ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মধ্যে শুরু হয়েছে চাঞ্চল্য। আতঙ্ক ছড়িয়েছে স্বাস্থ্য ভবনের কর্মীদের মধ্যেও।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর থানার পুলিশ। মোতায়েন করা হয়েছে বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। তদন্তে নেমেছে সাইবার ক্রাইম দফতরের বিশেষজ্ঞরাও। ই-মেল আইডির উৎস খুঁজতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রযুক্তিগত বিশ্লেষণ।
এক সপ্তাহে দু’বার স্বাস্থ্য ভবনে হুমকি বার্তা swastha Bhawan Bomb Threat
এই নিয়ে গত এক সপ্তাহে দু’বার স্বাস্থ্য ভবনে একই ধরনের হুমকি এল ই-মেলের মাধ্যমে। এর আগেও সোমবার একটি হুমকি ই-মেল আসে স্বাস্থ্য ভবনে। তখনও চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় পুলিশ, কিন্তু কোনও বিস্ফোরক মেলেনি।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই পাঠানো হয়েছে এই ধরনের বার্তা। তবে বারবার একই জায়গাকে নিশানা করায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে।
এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি। তবে পুলিশ সূত্রের দাবি, খুব শীঘ্রই হুমকি ই-মেলের উৎস শনাক্ত করা সম্ভব হবে। এ ধরনের বার্তা যে গুরুতর অপরাধ, সে বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে তদন্তকারী সংস্থা।
West Bengal: Health Bhawan in Kolkata receives a second bomb threat email in a week, claiming four RDX devices will explode at 5 PM. Police, bomb squad, and cybercrime units are actively searching the building. Authorities suspect a hoax to cause panic but are intensifying efforts to track the sender of this alarming threat.