বিধানসভায় গাড়ি বারান্দার সিঁড়িতে ধর্নায় শুভেন্দুরা, পাগড়ি পরাতে লোক এল শোভাবাজার থেকে

suvendu wearing saffron turban people came from shobhabazar to put turban
suvendu wearing saffron turban people came from shobhabazar to put turban

কলকাতা: গতকালই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে৷ ওই দিনই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আজ অর্থাৎ মঙ্গলবার বিধানসভার বাইরে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নেবে বিজেপি। কথা মতো এদিন বিধানসভার গাড়ি বারান্দায় হাজির হন বিজেপি বিধায়কেরা৷ সিঁড়ির সামনে মাথায় গেরুয়া পাগড়ি বেঁধে অবস্থানে বসেন তাঁরা৷ সবার গায়ে জড়ানো “গর্ব করে বল আমি হিন্দু” টি-শার্ট। এদিন প্রতিবাদের প্রস্তুতিও ছিল বেশ চোখে পরার মতো৷ 

মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘর কার্যতই হয়ে উঠেছিল সাজঘর৷ শোভাবাজার থেকে বাপন সাফাওয়ালাকে ডেকে এনে গেরুয়া পাগড়ি বাঁধেন বিজেপি বিধায়কেরা৷ সধারণত কলকাতায় অবাঙালি পরিবার বিয়ের সময় মাথায় পাগড়ি বাঁধার চল রয়েছে৷ বর ও কনে পক্ষকে পাগড়ি পরানোর কাজই করেন এঁরা। একেবারেই পেশাদার তাঁরা। ঝটপট পাগড়ি পরিয়ে দিচ্ছেন মাথায়। তাও আবার একেবারেই নিখুঁত ভাবে৷ সবার আগে মাথায় পাগড়ি পরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পর একে একে অগ্নিমিত্রা পল সহ অন্তত ৫০ জন বিধায়ককে পাগড়ি পরিয়ে দেন তাঁরা৷ এদিকে পাগড়ি পরিয়ে বেশ খুশি সাফাওয়ালাও৷ তাবড় তাবড় নেতাদের মাথায় পাগড়ি বেঁধে বেশ খুশি তিনি৷ 

   

মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হয় বিজেপির ধর্না কর্মসূচি৷ যতক্ষণ অধিবেশন চলবে ততক্ষণ এই ভাবেই বাইরে বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা৷ সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা কক্ষে জবাবি ভাষণ দেবেন, ঠিক তখন কক্ষের বাইরে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী৷ 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন