বিধানসভায় গাড়ি বারান্দার সিঁড়িতে ধর্নায় শুভেন্দুরা, পাগড়ি পরাতে লোক এল শোভাবাজার থেকে

কলকাতা: গতকালই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে৷ ওই দিনই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আজ অর্থাৎ মঙ্গলবার বিধানসভার বাইরে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ…

suvendu wearing saffron turban people came from shobhabazar to put turban

কলকাতা: গতকালই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে৷ ওই দিনই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আজ অর্থাৎ মঙ্গলবার বিধানসভার বাইরে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নেবে বিজেপি। কথা মতো এদিন বিধানসভার গাড়ি বারান্দায় হাজির হন বিজেপি বিধায়কেরা৷ সিঁড়ির সামনে মাথায় গেরুয়া পাগড়ি বেঁধে অবস্থানে বসেন তাঁরা৷ সবার গায়ে জড়ানো “গর্ব করে বল আমি হিন্দু” টি-শার্ট। এদিন প্রতিবাদের প্রস্তুতিও ছিল বেশ চোখে পরার মতো৷ 

মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘর কার্যতই হয়ে উঠেছিল সাজঘর৷ শোভাবাজার থেকে বাপন সাফাওয়ালাকে ডেকে এনে গেরুয়া পাগড়ি বাঁধেন বিজেপি বিধায়কেরা৷ সধারণত কলকাতায় অবাঙালি পরিবার বিয়ের সময় মাথায় পাগড়ি বাঁধার চল রয়েছে৷ বর ও কনে পক্ষকে পাগড়ি পরানোর কাজই করেন এঁরা। একেবারেই পেশাদার তাঁরা। ঝটপট পাগড়ি পরিয়ে দিচ্ছেন মাথায়। তাও আবার একেবারেই নিখুঁত ভাবে৷ সবার আগে মাথায় পাগড়ি পরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পর একে একে অগ্নিমিত্রা পল সহ অন্তত ৫০ জন বিধায়ককে পাগড়ি পরিয়ে দেন তাঁরা৷ এদিকে পাগড়ি পরিয়ে বেশ খুশি সাফাওয়ালাও৷ তাবড় তাবড় নেতাদের মাথায় পাগড়ি বেঁধে বেশ খুশি তিনি৷ 

   

মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হয় বিজেপির ধর্না কর্মসূচি৷ যতক্ষণ অধিবেশন চলবে ততক্ষণ এই ভাবেই বাইরে বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা৷ সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা কক্ষে জবাবি ভাষণ দেবেন, ঠিক তখন কক্ষের বাইরে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী৷