HomeBharatPoliticsপঞ্চায়েত নির্বাচন ঘোষণায় শুভেন্দুর দাবি 'গণতন্ত্রের হত্যা', সেলিম বললেন 'স্বাগত'

পঞ্চায়েত নির্বাচন ঘোষণায় শুভেন্দুর দাবি ‘গণতন্ত্রের হত্যা’, সেলিম বললেন ‘স্বাগত’

- Advertisement -

একমাসের মধ্যে পঞ্চায়েতে ভোট। রাজ্য নির্বাচন কমিশন থেকে জারি করা হয়েছে ভোটের নির্ঘণ্ট। ৮ জুলাই ভোট গ্রহণ। ফল প্রকাশ ১১ জুলাই। ভোটের দিন ঘোষণার পরেই বিধানসভায় বিরোধী দল বিজেপির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভে ফেটে পড়লেন। তিনি টুইট করে লিখেছেন, এক তরফা দিন ঘোষণা করা হয়েছে। গণতন্ত্রের হত্যা।

শুভেন্দু অধিকারী লিখেছেন,প্রথমবারের মতো, ব্লক, জেলা বা রাজ্যস্তরে সর্বদলীয় বৈঠক না করে একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে।’

   

অন্যদিকে বিধানসভায় না থাকলেও রাজ্যের অন্যতম বিরোধী দল হিসেবে গত পুরভোট থেকে স্বীকৃত সিপিআইএম। বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, আমরা বারবার বলেছিলাম চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ নাও, পঞ্চায়েতের তারিখ দাও। আমরা পঞ্চায়েত ভোটের দিনকে স্বাগত জানাচ্ছি। প্রতিটি জেলায় বাম ও সিপিআইএম কর্মী সমর্থকরা পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত। রাজ্য নির্বাচন কমিশনার পদে আসা রাজীব সিনহাকে এবার প্রমাণ করতে হবে তিনি কতটা সুষ্ঠু ভোট করাতে পারেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular