বিজেপি ক্ষমতায় এলেই মাস্টার প্ল্যান, মোদী গ্যারান্টার! ঘাটালে প্রতিশ্রুতি শুভেন্দুর

ঘাটাল: আরও একবার বানভাসি ঘাটাল৷  প্লাবিত জনজীবন৷ বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এবার ময়দানে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ঘাটাল শহরের হাসপাতাল মোড় থেকে পুরনো…

Suvendu promise Ghatal Master Plan

ঘাটাল: আরও একবার বানভাসি ঘাটাল৷  প্লাবিত জনজীবন৷ বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এবার ময়দানে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ঘাটাল শহরের হাসপাতাল মোড় থেকে পুরনো এলআইসি মোড় পর্যন্ত বিজেপির উদ্যোগে একটি মিছিল করা হয়, যেখানে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী নিজে। মিছিল শেষে এক পথসভায় তিনি একাধিক বার্তা দেন রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিকে ঘিরে (Suvendu promise Ghatal Master Plan)।

শুভেন্দু জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিন দিনব্যাপী বিজেপির বিশেষ ত্রাণ শিবির (রিলিফ ক্যাম্প) অনুষ্ঠিত হবে ঘাটাল এলাকায়। তাঁর কথায়, “১৫ অগাস্ট আবার আসব ঘাটালে। প্লাবিত এলাকায় জাতীয় পতাকা তুলব, সবাইকে খাওয়াব, আমিও খাব।” এদিন শুভেন্দু অধিকারী ফের তুলে আনেন বহু আলোচিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর প্রসঙ্গ। বলেন, “২০২৬ সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি। আমি ছোট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী, আপনাদের কথা দিয়েই গেলাম।”

   
Advertisements

ঘাটালের জলবন্দি পরিস্থিতি ঘিরে রাজ্য সরকারকে একাধিকবার কাঠগড়ায় তুলেছে বিজেপি। এদিনের কর্মসূচি সেই রাজনৈতিক কৌশলেরই অংশ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দুর কথায়, সরকারের ব্যর্থতার ফলেই বারবার ডুবে যাচ্ছে ঘাটাল, অথচ স্থায়ী কোনও সমাধানের পথে হাঁটেনি শাসকদল। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে বিজেপি এই অঞ্চলের বন্যা সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ নেবে।