BJP: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ শুভেন্দুর

Suvendu adhikari

লোকসভা নির্বাচনের সময় সূচি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সুতরাং এখন গোটা দেশে কার্যকর হয়েছে সেই আচরণবিধি। এই আচরণবিধি কার্যকর থাকলে নিষিদ্ধ থাকে বেশ কিছু নিয়ম কানুন। সেখানে বলা হয় মানুষজনের হাতে টাকা দেওয়া যাবে না, প্রলোভন দেখানো যাবে না, ভোটের বিনিময়ে প্রতিশ্রুতি দেওয়া যায় না এবং কাউকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা যাবে না। এর পরেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক টাকা বিলি করছেন মানুষকে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে একটি ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর সেই ভিডিয়ো–সহ নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন। তবে বিষয় টিকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর করা নালিশ অনুযায়ী, এই কাজ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক। এবারের তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী না হয়েও সেখানে তিনি টাকা বিলি করছেন জনগণের মাঝে বলে অভিযোগ। আর সেই অভিযোগকেই নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন বিরোধী দলনেতা।

   

এই ভিডিও দেখার পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাল্টা অভিযোগ করে বলেন তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে টাকা বিলি করছেন মানুষের মাঝে। যা নিয়ে নালিশ ঠুকেছেন নন্দীগ্রামের বিধায়ক।যদিও গেরুয়া পাঞ্জাবি ও পাগড়ি পড়ে হেঁটে যেতে ভিডিয়ো–তে দেখা গিয়েছে তাকে। মানুষের হাতে কাগজের মতো কিছু তুলে দিতেও দেখা যায়।

এর পাশাপাশি সম্পূর্ন বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন বিরোধী দলনেতা । তার পাশাপাশি ভিডিয়ো তিনি পোস্ট করেছেন সাথে বলেছেন ‘‌আমি আর্জি জানাচ্ছি, দয়া করে আপনারা পদক্ষেপ করুন। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের করার জন্য। পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জনগণের মধ্যে টাকা বিলি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ করুন।’‌ এই সমস্ত বার্তা দিয়েই নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন