কলকাতা: স্বাধীনতা দিবসের সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঘাটালে গিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন- ২০২৬ সালের ভোটে ‘উল্টো খেলা’ হবে, তার আগে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়াই হবে রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ইতিমধ্যেই কমিশন রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে, যা স্পষ্ট করে দিয়েছে— রাজ্যে ভোটার তালিকার বড়সড় শুদ্ধি অভিযান আসন্ন।
SIR-এর খেলাটা আগে সামলান
ঘাটালের মনসুকায় প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে শুভেন্দু বলেন, “নির্বাচন কমিশনের SIR-এর খেলাটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় সামলান, তারপর খেলা হবে-খেলা হবে করবেন। ভারতে সংবিধানই শেষ কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় নন। মৃতের নাম, ডুপ্লিকেট নাম, অস্তিত্বহীন নাম থাকবে না— রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের নামও থাকবে না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লা থেকে দেওয়া অনুপ্রবেশ রুখে দেওয়ার বার্তাকে হাতিয়ার করে শুভেন্দু অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী সীমান্ত সুরক্ষায় বাধা দিচ্ছেন। তাঁর কথায়, “৫৪০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য রাজ্য জমি দেয়নি। তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা এসে জমি দখল করছে।”
‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ নিয়েও আক্রমণ suvendu challenge mamata on sir
শুধু ভোটার তালিকা নয়, ঘাটালের বার্ষিক বন্যা পরিস্থিতি ও ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ নিয়েও আক্রমণ শানান বিজেপি নেতা। অভিযোগ, রাজ্য সরকার ও স্থানীয় সাংসদ দেব বহু বছর ধরে এলাকাবাসীকে প্রতিশ্রুতির নামে ঠকিয়েছেন। তাঁর হুঁশিয়ারি, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাস্তবায়িত হবে মাস্টারপ্ল্যান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু সাংসদ দেবকে ব্যক্তিগত কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁর দাবি, “ওর সব কীর্তি আমার কাছে এসেছে, দুবাইতে যা করেছে, সব তথ্য আমার কাছে আছে— পরে বলব।”
রাজনৈতিক মহলের মতে, নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি আগামী মাসগুলোতে আরও উত্তপ্ত হতে চলেছে, আর শুভেন্দুর এই চ্যালেঞ্জ সেই লড়াইয়ের প্রাথমিক সুর বেঁধে দিল।
West Bengal: Suvendu Adhikari has directly challenged CM Mamata Banerjee on Independence Day, stating that the upcoming Special Intensive Revision (SIR) of voter lists will be the main political battleground. He accused the CM of obstructing border security and protecting illegal immigrants.