গর্জেও ফের ধাক্কা, আবারও সভা বাতিল শুভেন্দুর

ফের ধাক্কা খেলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আবারও একবার তাঁর সভা বাতিল করে দিল প্রশাসন। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর রামপুরহাটের সভা বাতিল করে…

suvendu adhikari wants to deploy central force at rg kar medical college

ফের ধাক্কা খেলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আবারও একবার তাঁর সভা বাতিল করে দিল প্রশাসন। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর রামপুরহাটের সভা বাতিল করে দেওয়া হয়েছে। নিজেই এক্স হ্যান্ডেলে আজ বৃহস্পতিবার জানালেন শুভেন্দু।

রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে শুভেন্দু লেখেন, ‘ফের একই জিনিসের পুনরাবৃত্তি। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাওয়া রাজনৈতিক দল ও ব্যক্তিদের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা পশ্চিমবঙ্গে নিয়মে পরিণত হয়েছে। আজ আমার রামপুরহাট এসডিও অফিসের বাইরে একটি ধর্নায় অংশ নেওয়ার কথা ছিল। এর অনুমতি চেয়ে আবেদনও জমা পড়েছিল ৩ দিন আগে। পুলিশ শেষ মুহূর্তে যৌক্তিক কারণ না দেখিয়ে অনুমতি দেয়নি। তাই একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে আমি আজ রামপুরহাট যাবো না কারণ অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।’

   

শুভেন্দুর অভিযোগ, ‘এবারই প্রথম নয় এবং শেষবারও হবে না। আমি রামপুরহাটে অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হব এবং ধর্না সংক্রান্ত আদালতের নির্দেশ অনুসারে অল্প সময়ের মধ্যে রামপুরহাট সফর করব।’

সম্প্রতি বিজেপি বীরভূম আইটি সেল ও সোশ্যাল মিডিয়া টিমের তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গ গণতন্ত্র রক্ষার দাবিতে ২৩,২৪ ও ২৫ জুলাই ধর্না ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হবে। এরপর আজ ২৫ জুলাই রামপুরহাট মহকুমার দফতরের সামনে দুপুর ৩টে নাগাদ প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতার। সেই নিয়ে অনুমতিও চাওয়া হয়েছিল। তবে প্রশাসন সেই সভার অনুমতি দেয়নি। ফলে বাতিল হয়ে গিয়েছে শুভেন্দুর সভা। যদিও শুভেন্দুর হুঁশিয়ারি, তিনি খুব শীঘ্রই আসবেন।