কলকাতা: আগামীকাল মহালয়া। শুরু হবে দেবীপক্ষ। কিন্তু তার আগেই শনিবার কলকাতার বেশ কয়েকটি পুজো মন্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এক্সের (X) পোস্টে তিনি লেখেন, “ফের হিন্দুদের ভাবাবেগে আঘাত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সংকীর্ণ ভোটব্যাংক রাজনীতির জন্য হিন্দুদের আচার, রীতি নীতি, অনুভূতির উপর আঘাত করেছেন তিনি।” “হিন্দু বিরোধী মমতা” হ্যশট্যাগ ব্যবহার করে পুজো উদ্বোধন নিয়ে কার্যত রাজনৈতিক ঝড় তুলে দিলেন বিরোধী দলনেতা।
পিতৃপক্ষে কেন উদ্বোধন?
মহালয়ার আগেই পুজো উদ্বোধনের প্রতিবাদ জানিয়ে শুভেন্দু লেখেন, “হিন্দু ক্যালেন্ডার মতে পিতৃপক্ষের শেষদিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা কড়া হয়, তাঁদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। এইসময় কোনও শুভানুষ্ঠান করা নিষেধ। আমাদের শাস্ত্রে খুব পরিষ্কার ভাবে একথা বলা আছে। মহালয়ার পরেই দেবীপক্ষের শুরু, মায়ের আগমনের সূচনা হয়। একেই শারদীয়া বলে।”
এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি নেতা বলেন, “কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তর সইল না! নিজের রাজনৈতিক প্রচারের জন্য জেনে বুঝেই এই কাজ করেছেন তিনি। এটা সরাসরি হিন্দু ধর্মের উপর আক্রমণ”।
কলকাতার তিনটি অত্যতম বড় পুজো মন্ডপের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়
শনিবার বিকেল থেকে একের পর এক কলকাতার বিখ্যাত ৩ টি পুজো মন্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, টালা প্রত্যয় এবং হাতিবাগান সার্বজনীন। এই তিনটি পুজো মন্ডপেই প্রতিবছর ভিড় হয় চোখে পড়ার মত। মহালয়ার দিনেও একগুচ্ছ পুজো মন্ডপ উদ্বোধন করবেন তিনি। সেই তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতার ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান, সেলিমপুর পল্লি। এছাড়াও ভার্চুয়ালি নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।