২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের জনগর্জন সভাকে লক্ষ্য করেই সন্দেশখালিকে পাখির চোখ করে আজ রবিবার সেখানে সভার আয়জন করেছে বঙ্গ বিজেপি । সেই সভায় উপস্থিত থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতার জনগর্জন ব্রিগেড সমাবেশকে চরম আক্রমণ করেন। মঞ্চ থেকে তিনি প্রথমেই বলেন সময় হয়েছে সন্দেশখালি থেকে হিসাব বুঝে নেওয়ার ও শাহজাহানের সাগরেদদের জেলে ভরার।
এদিন ব্রিগেড থেকে তিনি বলেন “দিদি না না এখন আবার পিসি এখন আর আপনি একা ফুটেজ খাবেন না । আপনি যেখানেই যাবেন আমরা দুই ভাই(শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার) আপনাকে তাড়া করে বেড়াব। সাথে ভাইপোকে প্যাকেট করব । আর আপনাকে উৎখাত করব।
উত্তর ২৪ পরগনার ব্রিগেডের পর সাংবাদিকদের তিনি বলেন বাংলায় হিন্দুদের জাগরনের দৃশ্য দেখে আগামী রামনবমীতে সমগ্র রাজ্যজুরে ছুটি দিতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলেন তৃণমূলের প্রার্থীদের কোম্পানির কর্মচারী বলে বিদ্রুপ করেন। সাথে বলেন এই সমস্ত কর্মচারীদের দাড় করিয়ে কোন লাভ হবে না।
তৃণমূলের প্রার্থী তালিকা দেখে তিনি ভয় না পাওয়ার কথাই বলেছেন আজ। সাথে কোম্পানির নিজশ্ব ব্যাপার বলেই উল্লেখ করেছেন। প্রসঙ্গত তৃণমূল সুপ্রিমোর পরিবর্তে অভিষেক ব্যানার্জির প্রার্থীতালিকা ঘোষণা করায় শুভেন্দু বলেন কঠিন পরিশ্রম করে নন্দিগ্রামে লড়ে আমরা ওনাকে মুখ্যমন্ত্রী করেছি । এর পরবর্তী সময় উনি দিল্লি থেকে আলালের দুলাল চোরকে দলে এনেছে।