মহিলাকে রাস্তায় ফেলে বাঁশপেটা করছেন কয়েকজন ব্যক্তি, রোমহর্ষক ভিডিও শেয়ার শুভেন্দুর

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সরগরম বাংলা। শুধু বাংলা বললে ভুল হবে, মহিলাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, মিছিল। তবে এসবের মাঝেই বাংলায় আরও এক নক্ক্যারজনক ঘটনা ঘটে গেল। যারপরে ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আর এই নিয়ে সরব হয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্ট করলেন এক ভয়ানক ভিডিও।

আজ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এমন এক ভিডিও পোস্ট করেছেন যা দেখে চোখ কপালে উঠেছে সকলের। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী এবং ভিডিওতে যা দেখা যাচ্ছে, সেটা হল, বাংলার বুকেই এক মহিলাকে রাস্তায় ফেলে কয়েকজন ব্যক্তি বাঁশপেটা করছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এহেন ঘটনাটি ঘটেছে মালদা জেলায়। শুভেন্দু অধিকারী যে ভিডিওটি শেয়ার করেছেন তা দেখে আপনারও শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যেতে পারে।

   

নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘না না ভাববেন না যে এই দৃশ্য আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশের। এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের, গতকাল মালদা জেলার মোথাবাড়ি তে এই ঘৃণ্য দৃশ্য ঘটতে দেখা যায়। পারিবারিক গণ্ডগোল, জমি নিয়ে বিবাদ, পাড়ার অশান্তি, সূত্রপাত যাই হোক না কেনো, আমাদের রাজ্যে একজন মহিলা কে প্রকাশ্য দিনের আলোয় রাস্তার ওপর কয়েকজন পুরুষ মানুষ বাঁশ পেটা করার সাহস পেলো কি করে? কোথায় নারী নিরাপত্তা? সুপ্রীম কোর্টের শুনানির সময় রাজ্যের আইনজীবীর বক্তব্য শুনে তো মনে হয় যে রাজ্য সরকার নারী সুরক্ষার জন্য প্রাণপাত করে দিচ্ছে একেবারে ! এই তার নমুনা?’

ভিডিও শেয়ার করে শুভেন্দু রাজ্য সরকারকেও কাঠগড়ায় তোলেন। তিনি লেখেন, ‘আর একটা বিষয় হলো, এক শ্রেণীর ভোটারদের তুষ্ট করতে তোলামূল সরকার প্রশাসনের হাত পা বেঁধে রেখেছে, তাই তালিবানপন্থীদের রমরমা দিনকে দিন বাড়ছে। কিন্ত এটাও যে নারী সুরক্ষার পরিপন্থী তা সরকার জেনে বুঝেও চোখ বন্ধ করে রয়েছে।’ 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন