নজরে ২০২৬! এবার মমতা গড়ে ঘাঁটি গাড়লেন শুভেন্দু! মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেই কার্যালয়

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে বাড়তি গুরুত্ব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই মতোই ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় খোলার…

short-samachar

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে বাড়তি গুরুত্ব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই মতোই ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় খোলার সিদ্ধান্ত নিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। আগামী ১ মে এই কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি।

   

গতকাল ভবানীপুরের বিজেপি নেতাদের সঙ্গে এক বৈঠকে শুভেন্দু এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ১০০ জনের বেশি কর্মী নিয়ে একটি টিম গঠনের কথা জানান। এই টিম মূলত ওই এলাকার তথ্য সংগ্রহ করবে। তবে, তাঁদের পরিচয় গোপন রাখা হবে।

ভবানীপুরের প্রতি বাড়তি নজর শুভেন্দুর
একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়ের পর, ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে ভবানীপুর কেন্দ্রের প্রতি শুভেন্দু অধিকারীর আগ্রহ বাড়ে। তিনি বলেন, “নন্দীগ্রামের থেকে ভবানীপুরে জয় পাওয়া অনেক সহজ হবে।”

লোকসভা নির্বাচনের ফলাফল তুলে ধরে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ভবানীপুরের ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল—৬৩, ৭০, ৭১, ৭২, এবং ৭৪ নম্বর ওয়ার্ডে। অন্যদিকে, তৃণমূল এগিয়ে ছিল ৭৩, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডে। ৭৩ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার হলেও, বিজেপি এই ওয়ার্ডে মাত্র ২৭৯ ভোটে পিছিয়ে ছিল। তাই শুভেন্দু অধিকারী ৭৩ নম্বর ওয়ার্ডেই নতুন কার্যালয় খুলতে চান।

৭৭ নম্বর ওয়ার্ডে মনোযোগ কম, বাকি ওয়ার্ডে লড়াইয়ের প্রস্তুতি
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৭৭ নম্বর ওয়ার্ডে বিজেপি বেশি মনোযোগ না দিলেও চলবে, কারণ এটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। বিজেপি নেতাদের মতে, ৭৭ নম্বর বাদ দিলে বাকি ওয়ার্ডগুলোতে যথাযথ প্রচার চালালে ভবানীপুরে বিজেপির জয় সম্ভব।

তবে, লোকসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মালা রায় ৮,২৭১ ভোটের লিড নিয়ে জয়ী হন। ৭৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল ১২,৩২৫ ভোট বেশি পেয়েছিল, তবে শুভেন্দু অধিকারী মনে করেন যে এই ওয়ার্ড বাদ দিয়ে বাকি এলাকা বিজেপির জন্য সম্ভাবনার জায়গা।

ভবানীপুরে কার্যক্রমের মাধ্যমে বার্তা দিচ্ছেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী তার ভবানীপুরে বাড়তি মনোযোগের বার্তা দিয়েছেন। কিছুদিন আগে ভবানীপুরের থিয়েটার রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এখন ১ মে ৭৩ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় উদ্বোধন করার মাধ্যমে তিনি ভবানীপুরের রাজনৈতিক অঙ্গনে বিজেপির উপস্থিতি আরও দৃঢ় করতে চান।

এখন দেখা যাচ্ছে, ভবানীপুরে বিজেপি দলের তরফে এই উদ্যোগের পর তৃণমূল কি পদক্ষেপ নেয়, সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের উপস্থিতি শক্তিশালী করতে পারবে কিনা, সেটাই বড় প্রশ্ন।