ট্যাবলেটের আড়াল জন্মনিয়ন্ত্রক! হঠাৎ কেন এ কথা বললেন শুভেন্দু?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সেবাশ্রয়’ (Sebashray) এবার শুভেন্দু অধিকারীর নিশানায়। নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির করা নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে তীব্র আক্রমণ শানাতে গিয়ে বিস্ফোরক আশঙ্কা প্রকাশ…

Suvendu Adhikari Vows to Protect Hindu Rights at Motua Gathering

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সেবাশ্রয়’ (Sebashray) এবার শুভেন্দু অধিকারীর নিশানায়। নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির করা নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে তীব্র আক্রমণ শানাতে গিয়ে বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিলি করা ট্যাবলেটে ‘জন্মনিয়ন্ত্রক’ ওষুধ মিশিয়ে হিন্দুদের জনসংখ্যা কমানোর ষড়যন্ত্র হতে পারে।

Advertisements

শুভেন্দুর নিশানায় ‘ভাইপো’ ও ‘সেবাশ্রয়’

রবিবার এক সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নন্দীগ্রামের বহু মানুষ তাঁর কাছে ‘সেবাশ্রয়’ ক্যাম্প করার অনুরোধ পাঠাচ্ছেন এবং তিনি সেখানেও পরিষেবা পৌঁছে দিতে প্রস্তুত। সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়ে পালটা জবাবে শুভেন্দু বলেন, “ভাইপো বলছে আমি নাকি প্রতিদিন সেবা দিই। নন্দীগ্রাম থেকে নাকি অনেক অনুরোধ গিয়েছে। কে অনুরোধ করেছে? শেখ সুফিয়ান? না কি যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল তারা?”

   

‘সনাতনীদের বলব খুব সাবধান’

তৃণমূলের এই স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে কার্যত সাম্প্রদায়িক আশঙ্কার কথা শুনিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, “হিন্দু জনগণকে বলছি, সনাতনী হিন্দুদের বলছি, খুব সাবধান। ভোটের আগে এরা ট্যাবলেট বিতরণ করতে আসছে। এই ট্যাবলেট খাবেন না। এরা চায় বাংলাদেশের মতো নন্দীগ্রামেও হিন্দু জনসংখ্যা কমে যাক।”

এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, “কে জানে ওদের ট্যাবলেটের মধ্যে জন্মনিয়ন্ত্রক (Birth Control) ট্যাবলেট মেশানো আছে কি না! ওদের কাছে সূঁচ ফোটাবেন না, ব্লাড দেবেন না।” তিনি আশ্বাস দেন, নন্দীগ্রামের মানুষের রক্ত পরীক্ষার প্রয়োজন হলে তিনি নিজেই তার ব্যবস্থা করবেন।

‘ওআরএস দিয়ে ভোট কেনা যাবে না’
তৃণমূলের এই উদ্যোগকে নির্বাচনী গিমিক হিসেবে ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, “ভোটের আগে ২০ টাকার প্যারাসিটামল আর ওআরএস প্যাকেট বিলি করে নন্দীগ্রামের ভোট কেনা যাবে না। নন্দীগ্রামের মানুষ বেইমান নয়।”

শুভেন্দুর এই মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। শাসক দলের নেতাদের দাবি, পরাজয়ের ভয়েই শুভেন্দু অধিকারী এখন মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নির্লজ্জ রাজনীতি করছেন এবং সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন।

Advertisements