
নন্দীগ্রাম: মকর সংক্রান্তির পুণ্যতিথিতে নন্দীগ্রামে রাজনীতির নয়া সমীকরণ৷ রাজ্য রাজনীতিতে ‘ভাইপো’ শব্দটিকে ঘিরে যখন শাসক-বিরোধী সংঘাত তুঙ্গে, ঠিক সেই আবহেই নিজের নির্বাচনী কেন্দ্রে ভাইপো দেবদীপ অধিকারীকে জনতার দরবারে হাজির করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের কর্মসূচি রয়েছে। তার ঠিক আগের দিনই ভাইপোকে দিয়ে প্রসাদ বিতরণ করিয়ে শুভেন্দু এক বিশেষ রাজনৈতিক বার্তা দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দেবদীপের ‘হাতেখড়ি’ ও শুভেন্দুর কৌশল
শুভেন্দু অধিকারীর বড় ভাই কৃষ্ণেন্দু অধিকারীর পুত্র দেবদীপ অধিকারী পেশায় আইনের ছাত্র। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও এতদিন তাঁকে সক্রিয় ময়দানে দেখা যায়নি। বুধবার নন্দীগ্রামের গাংড়াচরে মকর সংক্রান্তির গঙ্গামন্দিরে পুজোর পর খিচুড়ি ভোগ ও প্রসাদ বিতরণের কর্মসূচিতে শুভেন্দুর ‘প্রতিনিধি’ হিসেবে দেখা গেল দেবদীপকে। কপালে টিকা লাগিয়ে সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দিতে দিতে জনসংযোগ সারলেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু সাধারণত নিজে উপস্থিত থাকতে না পারলে তাঁর ভাই দিব্যেন্দুকে পাঠাতেন। কিন্তু এবার সরাসরি পরবর্তী প্রজন্মকে নন্দীগ্রামের মাটিতে নামিয়ে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যখন ঝাড়গ্রামের কর্মসূচিতে ব্যস্ত শুভেন্দু, তখন নিজের খাসতালুকে ভাইপোকে পাঠিয়ে তিনি বুঝিয়ে দিলেন, নন্দীগ্রামে ‘অধিকারী গড়’ অটুট রাখতে নতুন প্রজন্মও প্রস্তুত।
তৃণমূলের পাল্টা আক্রমণ: ‘ভাইপো আতঙ্ক’ Suvendu Adhikari nephew
এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্রুপ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, “শুভেন্দু অধিকারী আসলে চরম ভাইপো আতঙ্কে ভুগছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে তিনি ভয় পেয়েছেন, তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন নিজের ভাইপোকেই ময়দানে নামাতে হচ্ছে।”
তৃণমূলের দাবি, ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নন্দীগ্রামের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর সেই প্রচারের আলো থেকে নজর ঘোরাতেই শুভেন্দু এই চাল চেলেছেন।
বিজেপির সাফাই: এর সঙ্গে রাজনীতির যোগ নেই
তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা জানান, মকর সংক্রান্তির এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি একটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং পরিবারের সদস্য হিসেবে দেবদীপ সেখানে প্রসাদ বিতরণ করেছেন মাত্র।
তবে রাজনীতির কারবারিরা মনে করছেন, শুভেন্দু ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, “নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছি, এবার ভাইপোর জন্য আমার ভাইপোই যথেষ্ট।” ফলে আগামী দিনে নন্দীগ্রামের মাটিতে দুই শিবিরের দুই ‘ভাইপো’-র দ্বৈরথ আরও প্রকট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
West Bengal: Debdeep Adhikari, nephew of LoP Suvendu Adhikari, makes his political debut in Nandigram ahead of Abhishek Banerjee’s ‘Sebashray’ camp.










