৭২ ঘণ্টার আল্টিমেটাম পার, মমতার বিরুদ্ধে মানহানির মামলার পথে শুভেন্দু

Suvendu Adhikari legal notice

কলকাতা: কয়লা কেলেঙ্কারি নিয়ে করা বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগের সপক্ষে প্রমাণ চেয়ে মুখ্যমন্ত্রীকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে একটি আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারলে দেওয়ানি ও ফৌজদারি মানহানির মামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Advertisements

বিতর্কের সূত্রপাত

গত ৮ ও ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিভিন্ন জনসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী দাবি করেন যে, কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়। এমনকি এই কেলেঙ্কারির স্বপক্ষে তাঁর কাছে তথ্যপ্রমাণ রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, কয়লা চুরির টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের পকেটে যায়।

   

ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত মনে করেছিলেন, উকিলের মাধ্যমে পাঠানো মানহানির নোটিসের জবাব তিনি দিতে পারবেন না। কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। শুভেন্দুর দাবি, নোটিসের জবাব দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী তাঁর আচরণের মাধ্যমেই কার্যত স্বীকার করে নিয়েছেন যে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগগুলির পক্ষে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ তাঁর হাতে নেই।

ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত দাবি Suvendu Adhikari legal notice

বিরোধী দলনেতা আরও দাবি করেন, কয়লা কেলেঙ্কারিতে তাঁর নাম জড়ানোর যে অভিযোগ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। তাঁর ভাষায়, এই অভিযোগগুলি মুখ্যমন্ত্রীর ‘মস্তিষ্কপ্রসূত’ বলেই তিনি কোনও যুক্তিসংগত বা আইনি জবাব দিতে পারছেন না।

পোস্টের শেষ অংশে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, তিনি আদালতে আইনি লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে তাঁর হুঁশিয়ারি, “এবার আদালতে দেখা হবে।” এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আইনি ও রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

শুভেন্দুর এই বিস্ফোরক পোস্টের পর এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার এই প্রকাশ্য বাকযুদ্ধ শুধু কথার লড়াইয়েই সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে তার প্রতিফলন দেখা যেতে পারে আদালতের মঞ্চেও, যা রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

West Bengal: Suvendu Adhikari challenges CM Mamata Banerjee over coal scam claims, giving a 72-hour ultimatum for proof. With no response, the LoP is set to file a defamation case, declaring a legal war. Read the full details of this political showdown.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements