রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হল নন্দীগ্রামে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার মিছিল। ১১৬ জন প্রার্থীদের নিয়ে শুরু হল মিছিল।
মিছিলে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ‘নো ভোট টু মমতা’ স্লোগান তোলেন। ‘চোর চোর’ স্লোগানও তোলেন, বলেন, ‘টিএমসির চোরেদের হারাতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “যেখানেই ভোট হবে হারবে ওরা। নো ভোট টু মমতা। চোরেদের লোক সাফ করবে।”
আজ নন্দীগ্রাম-২ ব্লকে বিজেপি প্রার্থীদের মনোনয়নপর্ব। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম রেয়াপাড়া পেট্রোল পাম্প থেকে ৩০০ মিটার পদযাত্রা করে রেয়াপাড়া ব্রিজ পর্যন্ত যাচ্ছেন। ১৪৪ ধারা থাকায় ব্রিজ থেকে টোটোয় চেপে বিডিও অফিস পর্যন্ত গিয়ে মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা।