
কলকাতা, ১১ জানুয়ারি: গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। দিঘার জগন্নাথ ধামের পর এবার কোলাঘাটে ওঙ্কার মন্দির। রবিবার (১১ জানুয়ারি) কোলাঘাটে ওঙ্কার ধাম মন্দিরের ভিত্তিস্থাপন করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। (Omkar Dham Upasana Nilayam)
রাজ্যের বিরোধী দলনেতার হাত ধরে কোলাঘাটের মাড়োবেরিয়া (Maroberia-Gopalnagar-Kolaghat) এলাকায় রূপনারায়ণ নদের তীরে ভিত্তি স্থাপন হল ওঙ্কারনাথ ধাম মন্দিরের। রূপনারায়ণ নদের পাড়ে ৩০ একর জায়গা নিয়ে তৈরি হবে এই মন্দির। অখন্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংশ দেবের আদর্শে একটি উপাসনা নিলয়ম তৈরি হতে চলেছে বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “৩০ একর জায়গাতে আধাত্মিক চেতনার জাগরণে ঠাকুরের দেখানো তার নীতি-আদর্শে, তার বাণীত্যে একটি বড় মাপের প্রতিষ্ঠান গড়ে উঠবে। প্রত্যেকটি মানুষের মধ্যে যে আধাত্মিক চেতনা রয়েছে তাকে আমরা জাগ্রত করব।“
শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার সময় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকেরা তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এই ঘটনার পরই চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে পৌঁছান তিনি। সেখানেই হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন, এমনকী আইসির ঘরের মেঝেতে বসে পড়েন শুভেন্দু অধিকারী। এরপর ৬ ঘণ্টা পর থানা থেকে বেরোন তিনি। বেরিয়ে তিনি বলেন, “মঙ্গলবার (১৩ জানুয়ারি) চন্দ্রকোনা রোড অবরোধ করবে বিজেপি। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী উপস্থিত হবেন। আমিও থাকব।” তৃণমূলের তরফে গড়বেতা থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এফআই আর সম্পর্কে, কোলাঘাটে ওঙ্কার ধাম মন্দিরের ভিত্তিস্থাপনের পর তিনি বলেন যে ‘হাইকোর্টে দেখা হবে।‘
এছাড়াও আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে বেরিয়ে আসাকে নিয়ে ফের কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি হুঁশিয়ারি দেন যে, “আগামী দিন ফাইল চুরি নিয়ে আমি নবান্নর সামনে ধরনায় বসবো।“ উল্লেখ্য, আই প্যাকের কর্ণধার প্রতীক জৈন, এবং আই প্যাকের অফিসে ইডি হানা দেয়। এই তল্লাশি অভিযান চলাকালীন লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়। আই প্যাক কর্ণধারের বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রী ছিলেন খালি হাতে। তবে ফেরার সময় তাঁর হাতে কিছু ফাইল, হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপ দেখা যায়। এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা।











