রাজভবনের সামনে ধর্ণায় বসার অনুমতি পেলেন শুভেন্দু

অবশেষে রাজভবনের সামনে ধর্ণায় বসার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। রবিবার সকালে রাজভবনের সামনে চার ঘণ্টা ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারীরা। কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল রাজ্য…

calcutta high court did not allow suvendu adhikari to sit on dharna in front of raj bhavan , শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে ধরনায় বসার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

অবশেষে রাজভবনের সামনে ধর্ণায় বসার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। রবিবার সকালে রাজভবনের সামনে চার ঘণ্টা ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারীরা। কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল রাজ্য প্রশাসন । আগামী ১৪ জুলাই, রবিবার ওই কর্মসূচি করতে পারবে বিজেপি।গতকাল এই নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। রাজ্যের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বিজেপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের আপত্তি নেই। 

মমতার বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা! প্রথম শুনানিতে কী নির্দেশ হাইকোর্টের?

   

ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিয়ে গত মাসেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেদিন প্রথমে তাকে আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে রাজভবনে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। এরপরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি।

চোপড়ায় নারী নির্যাতন: ‘এখন মুখে কুলুপ কেন?’ মমতাকে নিশানা মোদীর

তখন আদালতের নির্দেশ পেয়ে ১০০ জন ঘর ছাড়া বিজেপি কর্মীকে নিয়ে রাজভবনে প্রদেশের অনুমতি দেয় পুলিশ প্রশাসন। সেই ঘটনা মিটতে না মিটতে রাজভবনের সামনে ও পুলিশের সদর দপ্তর ভবানী ভবনের সামনে ধর্না প্রদর্শনের দাবি জানান তিনি। সেই মামলাও গড়ায় আদালত পর্যন্ত। সেই ধরনের আইন-শৃংখলার প্রসঙ্গটি তুলে ধরে রাজ্য প্রশাসন। কিন্তু এর আগে গত বছর অক্টোবরে রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১০০ দিনের টাকা ফেরতের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসে ছিলেন অভিষেক।

নন্দীগ্রাম থানাই ভেঙে দিলেন মমতা? শুভেন্দুকে আটকাতে বড় প্ল্যান

তখন ১৪৪ ধারা ও পুলিশি অতিসক্রিয়তা কোথায় ছিল? শুভেন্দুর আইনজীবী তোলা প্রশ্নে রাজ্যের আইনজীবীকে পাল্টা প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। আর এমন পরিস্থিতিতে আদালতে বেকারদায় পড়তে হয় রাজ্যকে। তবে দুপক্ষের মামলা শোনার পরেই আদালত ঠিক করেছিল ৭ জুলাইয়ের পর কোন এক রবিবার চার ঘন্টার জন্য ধর্নায় বসতে পারবেন শুভেন্দুরা। সেই মতো আইনশৃঙ্খলা জনিত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। গতকাল সেই রিপোর্ট পেশ করে রাজ্য পুলিশ প্রশাসন। তারপরেই এদিন শুভেন্দুদের ধর্ণার অনুমতি দেয় আদালত।