ইতিহাস! হ্যাঁ ইতিহাসই গড়েছিলেন তিনি। নন্দীগ্রাম থেকে হারিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২ মে ২০২১-এ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গিয়েছিল, সবচেয়ে বড় ‘অঘটন’ ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্র।
রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে নজরকাড়া এই কেন্দ্র থেকে তৃণমূল সুপ্রিমো মমতাকে হারিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এরপর থেকে নিয়ম করে মমতাকে এই পরাজয় নিয়ে আক্রমণ করে গিয়েছেন তিনি। আজ, অর্থাৎ, ২ মে ২০২৪ এও নন্দীগ্রামের পরাজয় নিয়ে মমতাকে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে এদিন সকালে শুভেন্দু লেখেন, প্রণাম নন্দীগ্রাম। ২০২১ সালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার জয়ের তৃতীয় বার্ষিকীতে, আমি নন্দীগ্রামের লোকদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আমার উপর বিশ্বাস রেখেছিলেন এবং আমাকে নির্বাচিত করেছিলেন। নন্দীগ্রামের মানুষের সেবা করার সুযোগকে আমি সর্বদা মনে রেখেছি এবং ভবিষ্যতেও মনে রাখব।
এক্স হ্যান্ডেলে মমতাকে ‘দুর্নীতির আইকন’ বলেও কটাক্ষ করেন শুভেন্দু। বিরোধী দলনেতা লিখেছেন, ‘দুর্নীতির আইকন’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ায় অনেকেই আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। পরের বার তারা তাঁর দলকে ভোট দেবে না। আমার বিশ্বাস, ২০২১-এ নন্দীগ্রাম যা করেছে, বাকিরা এখন থেকে তা অনুকরণ করবে।
Pranaam Nandigram 🙏
On the 3rd Anniversary of my Victory over TMC Supremo Mamata Banerjee in 2021, I would like to extend my sincerest respects and gratitudes to the People of Nandigram who reposed their faith in me and relected me.
I have always cherished the opportunity to… pic.twitter.com/Dr2lUJSXZL— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 2, 2024
একই সঙ্গে নন্দীগ্রামে তাঁকে জয়ী হিসেবে ভিডিয়োও পোস্ট করেছেন শুভেন্দু। জয়ের সার্টিফিকেটও পোস্ট করেছেন শুভেন্দু। একুশের ভোটে বিজেপি ২০০ পারের স্লোগান তুললেও ৭৭-এ থেমেছিল তাদের দৌড়। অন্যদিকে, তৃণমূল ২১৫টি আসন পেলেও নন্দীগ্রাম থেকে হেরে গিয়েছিলেন খোদ মমতা।
নন্দীগ্রাম কেন্দ্রে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৯ হাজার ৬৭৩। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়েছিলেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭টি ভোট। সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৬ হাজার ১৯৮। বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ১ হাজার ৭৩৬। পোস্টাল ব্যালট মিলিয়ে নন্দীগ্রাম থেকে ১৯৫৬ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।