অভিষেকের ছুটি ‘লাটে’ তুলতে ডায়মন্ড হারবার নিয়ে সিবিআই তদন্তের হুমকি শুভেন্দুর!

হেরেও যেন হার মানতে চাইছেন না শুভেন্দু (Suvendu Adhikari)! এবার চার লোকসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দরজায় কড়া নাড়ছে বিজেপি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার…

subhendu adhikari abhishek banerjee

হেরেও যেন হার মানতে চাইছেন না শুভেন্দু (Suvendu Adhikari)! এবার চার লোকসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দরজায় কড়া নাড়ছে বিজেপি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার থেকে শুরু করে, রেখা পাত্রর বসিরহাট, দেবের ঘাটাল এবং নিশীথ প্রামাণিকের হেরে যাওয়া কেন্দ্র কোচবিহার নিয়ে আইনি পথে এগোতে চাইছে বঙ্গ বিজেপি! প্রয়োজনে সিবিআই তদন্তের দাবিও করা হতে পারে বলে জানিয়েছেন শুভেন্দু!

প্রসঙ্গত উল্লেখ্য যে ডায়মন্ড হারবারে ভারতবর্ষের নিরিখে লোকসভার নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে সর্বকালীন রেকর্ড তৈরি করে জিতেছেন অভিষেক ব্যানার্জি! ৭ লাখেরও বেশি মার্জিনে তার এই জয়কেই এবার চ্যালেঞ্জ করতে চলেছে শুভেন্দু ব্রিগেড! ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, বেশ কিছু বুথের ওয়েব কাস্টিং এর বিভিন্ন ভিডিও ফুটেজের ফরেনসিক তদন্তের আবেদন জানিয়েছেন! আবেদন গৃহীত হলে এবং তার ভিত্তিতে পাওয়া রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিল করে সিবিআই তদন্তেরও দাবি জানানো হতে পারে এমন কথা শোনা যাচ্ছে! অপরদিকে বিজেপির আরেক হেরে যাওয়া কেন্দ্র জয়নগর নিয়েও পিটিশন দাখিল করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে শুভেন্দুর বক্তব্যে!

   

অপরদিকে ঘাটালে রীতিমতো হাইভোল্টেজ ম্যাচে তারকা সাংসদ দেব হারিয়েছেন তার একদা সহ-অভিনেতা বিজেপি প্রার্থী হিরণকে! কিন্তু ফলাফল বেরিয়ে যাওয়ার পরেও পরাজয় স্বীকারে নারাজ হিরণ, ১৯৫১ সালের পিপলস অ্যাক্ট অনুযায়ী পিটিশন দাখিল করতে চলেছেন! আর এক্ষেত্রে তার হাতিয়ার হতে চলেছে সবং এবং কেশপুর থেকে প্রাপ্ত ভোট গ্রহণ সংক্রান্ত নথি এবং তথ্য! এই দুই এলাকাতেই নির্বাচনের দিন বিস্তর গোলমালের অভিযোগ উঠেছিল বিজেপির তরফে!

এদিকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের আবার দাবি, জয়ী তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সাংসদ পদই নাকি বাতিল করা উচিত! যে আইনে বীরভূমে প্রাক্তন আইপিএস দেবাশীষ ধর প্রার্থীই হতে পারলেন না, সেই একই আইন নুরুল ইসলামের ক্ষেত্রেও প্রযোজ্য বলে দাবি বঙ্গ বিজেপি শিবিরের!

ওদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের নির্বাচনী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করলেও, তার ডেপুটি নিশীথ প্রামাণিক অবশ্য কোচবিহার থেকে এবার আর জয়ের মুখ দেখতে পারলেন না! কিন্তু গণনার পরদিন থেকেই একাধিক কারচুপির অভিযোগ তিনি করে এসেছেন! তার দাবি ছিল ১৮ রাউন্ড পর্যন্ত তিনি এগিয়ে থাকলেও ১৯-২০ রাউন্ডে তাকে ইচ্ছে করে হারানো হয়েছে! এমনকি ইভিএম সংক্রান্ত নথি নাকি ঠিকঠাক মতো মেলেনি বলে অভিযোগ তার! সেই সঙ্গে ইভিএম পাল্টানোর মতো মারাত্মক অভিযোগও এনেছেন তিনি! ফলে তার কোচবিহার কেন্দ্র নিয়েও আইনি পথেই এগোবার কথা ভাবছেন শুভেন্দুরা!

আইন অনুযায়ী ফলাফল ঘোষণায় ৩০ দিনের মধ্যে এই নির্বাচন বা তদন্ত সংক্রান্ত পিটিশন দাখিল করতেই হবে! যদিও ফলাফল ঘোষণার ৮-৯ দিনের মাথায় বিজেপি শিবিরের এই হুঁশিয়ারী বঙ্গের রাজনীতিতে রীতিমতো চরম নাটকীয় পরিস্থিতির সূচনা যে করে দিয়েছে, তা বলাই বাহুল্য!

যেদিন অভিষেক ব্যানার্জি টুইট করে দলের সাংগঠনিক কাজকর্ম থেকে সাময়িক বিশ্রামের ঘোষণা করেছেন, সেই একই দিনে শুভেন্দুর এই নতুন যুদ্ধের ঘোষণায়, তৃণমূলের সেনাপতির সাময়িক বিশ্রাম কি লাটে উঠলো? ডায়মন হারবারে নিজের যেটা গড় কিভাবে আইনিপথে রক্ষা করবেন অভিষেক, তৃণমূলই বা বিজেপির এই নতুন কৌশলের মোকাবিলা কি করে করবে, এখন বঙ্গ রাজনীতির অন্দরমহলে সেই প্রশ্নই মাথাচারা দিয়ে উঠছে!