খুনিদের সঙ্গে আইসি-র মিটিং! নন্দীগ্রাম থানায় দাঁড়িয়ে তুলকালাম অভিযোগ শুভেন্দুর

গত রাত থেকেই অশান্ত নন্দীগ্রাম। বৃহস্পতিবার বেলা বাড়তেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সোনাচূড়া। বিজেপির মহিলা কর্মী খুনের প্রতিবাদে রাস্তায় গাছ ফেলে চলে বিক্ষোভ, আগুন জ্বালানো হয়…

suvendu adhikari claims nandigram ps ic had meeting with murderers, খুনিদের সঙ্গে আইসি-র মিটিং! নন্দীগ্রাম থানায় দাঁড়িয়ে তুলকালাম অভিযোগ শুভেন্দুর

গত রাত থেকেই অশান্ত নন্দীগ্রাম। বৃহস্পতিবার বেলা বাড়তেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সোনাচূড়া। বিজেপির মহিলা কর্মী খুনের প্রতিবাদে রাস্তায় গাছ ফেলে চলে বিক্ষোভ, আগুন জ্বালানো হয় একাধিক দোকানে। পরে পুলিশ ও ব়্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলে নন্দীগ্রামে যান শুভেন্দু অধিকারী। থানায় দাঁড়িয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা। হাতজোড় করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের মত বাংলাকেও সিদে করে দেওয়ার অনুরোধ করেন। রথীবালা আড়ি খুনের সিবিআই তদন্তের দাবি করেন।

এ দিন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানায় ঢোকার সময় সেখানে দাঁড়িয়েছিলেন কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁদের ধমকানি দেন শুভেন্দু। এরপর শুভেন্দু থানার ভিতরে ঢুকে পড়েন। সেখানে এক কর্তব্যরত পুলিশকর্মীকে তিনি বলেন, ‘খুনিরা থানায় এসেছিল। যারা খুন করেছে, মাকে খুন করেছে। রথীবালা আড়ি সঞ্জয় আড়ির মা নন, তিনি আমার মা। খুনিদের সঙ্গে এখনই মিটিং করেছেন। আমি জানতে চাই, খুনির সঙ্গে এখনই মিটিং করেছেন কেন? মজা দেখাব আইসিকে।’

   

ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রাম, গাছ ফেলে পথ অবরোধ-আগুন, অ্যাকশন ব়্যাফ-পুলিশের

এই ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। যদিও তৃণমূলের দাবি, এই ঘটনায় শাসক দলের জড়িত থাকার কোনও ব্যাপারই নেই। তৃণমূলের নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ানের দাবি, বিজেপিতে নব্য এবং আদির মধ্যে তুমুল লড়াই চলছে। সেই লড়াইয়েরই বলি হয়েছেন রথীবালা।

অবশ্য তৃণমূলের দাবি মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে।