রেড রোডে মমতার ‘নেতাজি-অস্মিতা’, ভবানীপুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর

কলকাতা: শুক্রবার শহর কলকাতায় এক অনন্য ছবি। একদিকে চলছে বাগদেবীর আরাধনা, অন্যদিকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন। কিন্তু এই দুই উৎসবের আবহেও বিন্দুমাত্র কমেনি রাজনীতির…

north-bengal-tea-garden-workers

কলকাতা: শুক্রবার শহর কলকাতায় এক অনন্য ছবি। একদিকে চলছে বাগদেবীর আরাধনা, অন্যদিকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন। কিন্তু এই দুই উৎসবের আবহেও বিন্দুমাত্র কমেনি রাজনীতির পারদ। ২০২৬-এর মহাযুদ্ধের আগে নেতাজি অস্মিতা এবং সরস্বতী পুজোকে হাতিয়ার করে সম্মুখ সমরে অবতীর্ণ বাংলার দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

Advertisements

রেড রোডে মমতার সুর: ‘নেতাজি থাকলেও কি হিয়ারিংয়ে ডাক পেতেন?’

রেড রোডে নেতাজির ১২৯-তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠান থেকে এদিন কড়া সুরে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মনীষী এবং ভাষাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে বলে সরব হন তিনি। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR হিয়ারিং নিয়ে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের তলব করাকে বিঁধে মমতার প্রশ্ন, “নেতাজি আজ বেঁচে থাকলে কি তাঁকেও হিয়ারিংয়ে ডাক পেতেন?” বাংলার কৃষ্টি ও বিশিষ্টদের অপমানের দায় যে দিল্লির ওপরই বর্তায়, তা এদিন স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো।

   

মমতার গড়ে শুভেন্দুর হানা: ‘ভয় পাচ্ছেন উনি’ Suvendu Adhikari in Bhavanipur

মুখ্যমন্ত্রী যখন রেড রোডে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন ভবানীপুরের অলিগলিতে। এলগিন রোডে নেতাজির বাসভবন দর্শনের পাশাপাশি ভবানীপুরের একাধিক সরস্বতী পুজোর মণ্ডপে দেখা গেল তাঁকে। সেখান থেকেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, “তৃণমূলের নীচুতলা এখন ফাঁকা। আমি ভবানীপুরে এতক্ষণ আছি জেনেই উনি বিচলিত হয়ে ঘন ঘন পুলিশের কাছে খোঁজ নিচ্ছেন।” ৩৬টি পুজোর আমন্ত্রণ রক্ষার পাশাপাশি শুভেন্দু এদিন স্পষ্ট করে দেন যে, ভবানীপুরে বিজেপির সংগঠন এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত।

ভোটের বাদ্যি বাজার আগেই বাঙালির দুই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের এই ‘দখলদারি’ লড়াই আগামী দিনের উত্তপ্ত রাজনীতিরই ইঙ্গিত দিচ্ছে।

Advertisements