Suvendu Adhikari: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বড় ঘোষণা শুভেন্দুর

লোকসভা ভোটের মুখে ফের একবার বড় ঘোষণা করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু। আজ…

লোকসভা ভোটের মুখে ফের একবার বড় ঘোষণা করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু।

আজ মঙ্গলবার তিনি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নন্দীগ্রামের আমগেছিয়ায় বিজয় সংকল্প সভায় বক্তব্য পেশ করেন। বলেন, ‘আমি চাইব কেবলমাত্র সনাতন হিন্দুদের সমর্থনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নন্দীগ্রাম থেকে লিড পাবেন তা নয়। সবার ভোট পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।’

   

এরপরেই তিনি বলেন, ‘একুশে নন্দীগ্রামে মিথ্যে কথা বলে ভোট পেয়েছেন মমতা। সিএএ এনআরসি নিয়ে মিথ্যে কথা বলে ভোট পেয়েছেন। বিজেপি শাসিত রাজ্যে গুন্ডা দমন করা হয়। ধর্মাচরণে বাধা দেওয়া হয় না।। ধর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় না। ২০২১ সালে মিথ্যে কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা। মিথ্যে কথা বলে চুরির লাইসেন্স পেয়েছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে শিক্ষায় বাধা দেওয়া হয় না। মোদীজি রাম রাজ্য দিতে চান, রাম রাজ্য মানে সবার মাথায় ছাদ। ওরা বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমরা ক্ষমতায় এলে ৩ হাজার টাকা দেবো।’