বাংলাদেশের অশান্তি ইমপোর্ট করছে বিজেপি: সূর্যকান্ত মিশ্র

বিজেপি এরাজ্যে আন্দোলনের নামে অশান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের অশান্তি এখানে ইমপোর্ট করছে বিজেপি। আমরা যদি পথে নামি, তাহলে এই অশান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজ্যে শান্তি প্রতিষ্ঠা…

Surjya Kanta Mishra

বিজেপি এরাজ্যে আন্দোলনের নামে অশান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের অশান্তি এখানে ইমপোর্ট করছে বিজেপি। আমরা যদি পথে নামি, তাহলে এই অশান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজ্যে শান্তি প্রতিষ্ঠা এবং প্রতিবেশী দেশেও শান্তি বজায় রাখতে হবে। এমনই মন্তব্য করলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)।

বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাক্তন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণসভায় সূর্যকান্ত উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, “বিজেপি ধর্মের নামে অশান্তি ছড়াতে চাইছে। এদের প্রকৃত উদ্দেশ্যই হলো বিভাজন। আমরা যদি পথে নামি, তাহলে শান্তির জন্য নামবো। রাজ্যে এবং প্রতিবেশী দেশে শান্তি বজায় রাখাই আমাদের লক্ষ্য।”

   

তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য আন্দোলনের নামে মানুষকে ভুল পথে চালিত করছে। বাংলাদেশ থেকে উদ্ভূত সমস্যাগুলি ইচ্ছাকৃতভাবে এ রাজ্যে আমদানি করা হচ্ছে। এই ধরনের পরিকল্পিত চক্রান্ত আমরা সফল হতে দেব না।”

তৃণমূলের ভূমিকা নিয়ে সমালোচনা
বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন সূর্যকান্ত। তিনি বলেন, “তৃণমূলের কোনও নীতি নেই। তারা ক্ষমতায় থাকার জন্য আরএসএসের কাছে মাথা নত করে। রাজ্যে আরএসএস প্রধান আসলে তারা তাদের তোয়াজ করে। তৃণমূলের এই দ্বিচারিতা জনসমক্ষে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন।”

Advertisements

শান্তি প্রতিষ্ঠার বার্তা
সভায় বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির দেখানো পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের বিভাজন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”

সিপিআইএম নেতারা বিশ্বাস করেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মতো দলগুলোর মধ্যে এই ধরনের ইতিবাচক ভূমিকা দেখা যাচ্ছে না।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News